ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ আবারও মোহনবাগানের মুখোমুখি বসুন্ধরা কিংস

আজ আবারও মোহনবাগানের মুখোমুখি বসুন্ধরা কিংস

এএফসি কাপের ফিরতি লেগের জমজমাট লড়াই শুরু হচ্ছে আজ। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন কিংসের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান জায়ান্ট। কিংস অ্যারেনায় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগের তিন ম্যাচ শেষে দুটি জয় ও একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে রয়েছে মোহনবাগান। সমান ম্যাচে একটি করে ম্যাচে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কিংস। বাকি দুই দল ভারতের আরেক ক্লাব ওড়িষ্যা এফসি ও মালদ্বীপের মাজিয়া ৩ পয়েন্ট করে নিয়ে রয়েছে যথাক্রমে তিন ও চার নম্বরে। ফিরতি লেগ হলেও মোহনবাগানের বিপক্ষে জিতে গ্রুপের শীর্ষে উঠতে চান কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।

গতকাল সোমবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের চতুর্থ ম্যাচ। ‘ডি’ গ্রুপ উন্মুক্ত। বর্তমানে গ্রুপের যে অবস্থা, তাতে ফলাফলের ওপর দল উপরে উঠতে পারে, নিচেও নেমে যেতে পারে। তাই আমারা লড়াকু ফুটবল খেলে গ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে আছি।’ এই স্প্যানিশ কোচ বলেন, ‘আমরা জানি, মোহনবাগান কেমন দল। তাদের শক্তি, আইএসএল ও এএফসি কাপে তাদের বর্তমান অবস্থান কি, সেটাও জানি। প্রতিক্ষের শক্তি-সামর্থ্য জেনেই আমরা সামনের দিকে রোমাঞ্চ নিয়ে তাকিয়ে আছি, নিজেদের খেলাটা মেলে ধরতে চাই এবং ইতিবাচক ফল পেতে চাই। আমি অনুভব করি, দেশের সবাই আমাদের পাশে আছে।’ নিজেদের মাঠ বলেই এমন সাহস দেখাচ্ছেন অস্কার, ‘ভারতে ৩ পয়েন্ট পাওয়ার যে লক্ষ্য আমি জানিয়েছিলাম, সেটা পূরণ হয়নি।

কিন্তু এখন আমি মনে করি, আমাদের সেটা পাওয়ার সুযোগ আছে। যেহেতু নিজেদের মাঠেখেলব। আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাব।’ নিজের শিষ্যদের ওপর বিশ্বাস রেখে কোচের কথা, ‘আমার হাতে চমৎকার একটা স্কোয়াড আছে। কোনো একজন বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের কোনো একজনের অনুপস্থিতিতে আমরা কখনো ভুগিনি। স্কোয়াডে বাকি যারা আছে, তারাও দারুণ। অন্যদের জায়গা পূরণ করতে পারে, মানিয়ে নিতে পারে। বিদেশে যারা আছে, তারা স্থানীয়দের পাশে থাকে, আমি মনে করি, ভালো একটা কম্বিনেশন আছে দলে।’

দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো বলেন, ‘কঠিন একটা ম্যাচ হবে। কিন্তু আগের ম্যাচ আমরাদেশের বাইরেখেলেছি; আমরা দেখিয়েছি, জয়ের সুযোগ ছিল আমাদের। এবার নিজেদের মাঠে খেলব। আমাদের লক্ষ্য দারুণ একটা ম্যাচ খেলা এবং ৩ পয়েন্ট পাওয়া। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত