ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপ থেকে ছিটকে দেশে ফিরলেন সাকিব

বিশ্বকাপ থেকে ছিটকে  দেশে ফিরলেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু, তারপর টানা ছয় ম্যাচে রীতিমতো বিধ্বস্ত। যেন জিততেই ভুলে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। অবশেষে নিজেদের অস্টস ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। গত সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে পয়েন্ট টেবিলে চেহারা একটু ভদ্রস্থ হয়েছে। আশার পালে একটু হাওয়া লেগেছে। সাকিব আল হাসানের ম্রিয়মান হয়ে আসা কণ্ঠেও একটু জোর এসেছে। একটু স্বস্তির পরশ পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশাও এখন কিছুটা উজ্জ্বল। আত্মবিশ্বাসকে সঙ্গী করে যখন অস্ট্রেলিয়াকে হারানোর আশা করছেন তিনি। ঠিক তখন আসল দুঃসংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাওয়া যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারকে। আঙুলের চোটে এক ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিল্ডিং করার সময় আঘাত পেয়েছিলেন তিনি। পরে পেইন কিলার খেয়ে ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক। চোট গুরুতর হওয়ায় প্রায় মাস খানেক মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। শেষ ম্যাচের আগে সাকিবের বদলি হিসেবে কাউকে নেয়া হবে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিবৃতিতে বিসিবি জানিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পথে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান সাকিব। এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে। গত সোমবার শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৬৯ রানের জুটি গড়েন সাকিব। তিনি নিজে খেলেন ৬৫ বলে ৮২ রানের ইনিংস। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানালেন, ব্যাটিংয়ের শুরুতেই চোট পেয়েছিলেন সাকিব। ‘ইনিংসের শুরুর দিকে সাকিবের বাম হাতের তর্জনীতে বল লাগে। তবে ব্যথানাশক ওষুধ নিয়ে ও সহায়ক টেপ পেচিয়ে ব্যাটিং চালিয়ে নেন তিনি। ম্যাচ শেষে দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করানো হয়।’ তিনি আরও বলেন, ‘এক্স-রে রিপোর্টে তার ওই আঙুলের কড়ির মাঝে চিড় ধরা পড়ে। এখান থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য তিনি আজই বাংলাদেশের জন্য রওনা হবেন।’ বিশ্বকাপ শেষ হওয়ার পরপর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। সিলেটে দুই ম্যাচের প্রথমটি শুরু হবে আগামী ২৮ নভেম্বর। স্বাভাবিকভাবেই সেই ম্যাচে বাংলাদেশের টেস্ট অধিনায়কের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। এর আগে চলতি টুর্নামেন্টে ঊরুর পেশির চোটে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি সাকিব। ওই ম্যাচে অধিনায়কত্ব করেন সহ-অধিনায়ক শান্ত। শেষ ম্যাচেও তার কাঁধেই পড়বে দায়িত্ব। আগামী শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ রেখে দিল্লি থেকেই দেশে ফিরেছেন সাকিব। দ্রুত দলে ফিরতে তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত