‘সাকিব সঠিক কাজ করেছে, এটি ম্যাথিউসের ভুল’

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে নতুন এক ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ফ্রথম ‘টাইমড আউট’র ঘটনা। যেটি ঘিরে ম্যাচের বাকি সময় তো বটেই, ম্যাচ শেষেও খানিকটা উত্তেজিত অবস্থায়ই দেখা গেছে লঙ্কান ক্রিকেটারদের। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি কুশাল মেন্ডিস, ম্যাথিউসরা। এ ঘটনায় ক্রিকেটমহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনা করে বলেছেন, ম্যাথিউসের আউট দেয়া একটি বিতর্কিত সিদ্ধান্ত, অধিনায়ক হিসেবে সাকিবের এটি করা উচিত হয়নি। তবে সাকিবের এমন সিদ্ধাস্তকে সঠিক বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’র ম্যাচণ্ডপরবর্তী আলোচনায় টাইমড আউট নিয়ে আইনে কী বলা হয়েছে তা নিয়ে ভনকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমার মন্তব্য কী, সেটি দিয়ে শুরু করা জরুরি নয়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে হলে ক্রিকেটীয় চেতনা বুঝতে হবে।’ ভন বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটে ড্রেসিংরুমের ডাগআউট থেকে এসে প্রথম বল মোকাবিলার জন্য আপনাকে দুুই মিনিট দেয়া হয়। অ্যাঞ্জেলা ম্যাথিউস এখানে আউট হয়েছে। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে ম্যাথিউসের এটি মাথায় রাখা দরকার ছিল যে, আমি আউট হয়ে যেতে পারি। প্রথম বল মোকাবিলার আগে তার (হেলমেট) স্ট্র্যাপ ছিঁড়ে যায়। এটা ঘটতেই পারে। তার তার আরও স্মার্ট হওয়া দরকার ছিল।’ ‘সে সাকিবকে মোকাবিলা করছিল। যে কি না বাঁ হাতি স্পিনার। এতে আঘাত পাওয়ার সম্ভাবনা নেই। তার স্মার্ট চিন্তা করার দরকার ছিল। সে প্রথম বলটি মোকাবিলা করতো। তারপর স্ট্র্যাপ পরিবর্তন করতে পারতো। তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু সে এটি না করে হেঁটে গেলো।’ ভন আরও বলেন, ‘হ্যাঁ, এটি সত্য, সাকিবকে অনেক সমালোচনা শুনতে হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হচ্ছে, সে স্পিরিট অব গেম নষ্ট করেছে, এটি খুব অসম্মানজনক। কিন্তু আমি মনে করি, সে সঠিক কাজ করেছে। কারণ এটি খেলার নিয়মের মধ্যেই পড়ে।’ সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘অনেক অধিনায়ক হয়তো (এই পরিস্থিতিতে) বলতে পারে, ঠিক আছে সমস্যা নেই। তবে সাকিব তার জায়গা থেকে সঠিক কাজ করেছে। কারণ এটি আইনে আছে। তাই ম্যাথিউসের বোঝা উচিত, এটি আমার ভুল। এখানে স্পিরিট অব গেমের কথা অহেতুক। আম্পায়ার সঠিক কাজ করেছে।’

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল বলেন, ‘আমি ভনের সঙ্গে একমত। ম্যাথিউস প্রথম বলটি খেলে নিতে পারতো। এটি ম্যাচ অ্যাওয়ারনেসের ব্যাপার। সে তো নতুন খেলোয়াড় নয়। সে তো প্রথমবার বিশ্বকাপ খেলছে না। সে প্রতিপক্ষ অধিনায়ক বা আম্পায়ারের কাছে গিয়ে বলতে পারত- আমি কি সময় নিতে পারি? যদি না দিত, তবে সে প্রথম বল খেলে নিত। আমার মনে হয়, এটি বড় ধরনের ভুল। এখানে স্পিরিট অব ক্রিকেটের কথা আসে না।’ বাংলাদেশের পক্ষ নিয়ে এরপর ভন বলেন, ‘সে (ম্যাথিউস) সময় নষ্ট করছিল। ম্যাচের সময় যাচ্ছিল। হেলমেট পাল্টাতে কয়েক মিনিট চলে গেলে কে ক্ষতিগ্রস্ত হতো? বাংলাদেশ। কারণ, ওভার রেটের একটি ব্যাপার আছে। ম্যাথিউসের জন্য এই আউটটি দুঃখজনক, তবে আমি অধিনায়ক হলেও তা-ই করতাম।’