ম্যাথিউস ‘টাইমড আউট’ কাকে দায়ী করলেন হরভজন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড়শ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কান এই অলরাউন্ডারের আউট নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এবার তাতে যোগ দিলেন হরভজন সিং। বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউসের টাইমড আউটের জন্য আম্পায়ারকে দায়ী করেছেন ভারতের সাবেক এই স্পিনার। তার মতে, আম্পায়ারদেরকে এখানে আইনের চেয়ে সাধারণ জ্ঞানকে কাজে লাগানো উচিত ছিল। গত সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন হরভজন। ম্যাচে বিতর্কিত ঘটনার জন্য আম্পায়াররা দায় এড়াতে পারবেন না বলে মন্তব্য করেছেন হরভজন। ‘ম্যাথিউস সঠিক সময়ে এসেছিলেন এবং প্রথম বল মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন। যখন তিনি হেলমেট অ্যাডজাস্ট করছিলেন তখন বুঝতে পারেন যে, হুকটি ভেঙে গেছে। এটা স্পষ্ট যে, তিনি হেলমেট পরিবর্তন করতে চেয়েছিলেন। নতুন আরেকটি হেলমেট আনতে বলেছিলেন। যখন হেলমেটটি আনা হয় তখন সাকিব আবেদন করেন এবং আম্পায়াররা তার কথাই শুনেন।’ তিনি বলেন, ‘আম্পায়াররা জানতেন যে, ম্যাথিউসের হেলমেট ভেঙে গেছে। তিনি কি ভাঙা হেলমেট নিয়ে খেলবে? তিনি যদি হেলমেট ছাড়া ব্যাটিং করতেন এবং বল তাকে আঘাত করতো, তখন মানুষ প্রশ্ন তুলতো, কেন তিনি হেলমেট পরিবর্তন করেননি। তাকে আউট দেয়া হয়েছিল বলে অপ্রয়োজনীয় একটি বিষয় সামনে চলে এসেছে। এটা ক্রিকেট, তামাশা নয়। কুয়াশা এবং খেলোয়াড়দের পড়ে যাওয়ার নাটকের মতো অন্যান্য ছোটখাটো বিষয়ে অনেক সময় দেয়া হয়’। হরভজন আরও বলেন, ‘আম্পায়ারদের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত ছিল। নট আউটের সিদ্ধান্ত দেয়া উচিত ছিল। এটা নিয়েম অনুযায়ী হতে পারে। কিন্তু এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? আমি এমনটি মনে করি না। অন্য কোনো অধিনায়ক এই ইস্যুতে একজন ব্যাটারকে আউট করতে রাজি হবেন বলে আমি মনে করি না। নিয়মগুলো খতিয়ে দেখা দরকার। এই বিতর্কের জন্য আম্পায়াররা দায়ী।’ গত সোমবার সাকিব আল হাসানের বলে আউট হন সাদিরা সামারাবিক্রমা। নতুন ব্যাটার হিসেবে ব্যাট করতে নামেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ সময় তিনি যে হেলমেট নিয়ে মাঠে নামছিলেন, তাতে ত্রুটি দেখা দেয়। পরে নতুন হেলমেট আনতে বলেন ম্যাথিউস। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইনে বরাদ্দ দুই মিনিট পার হয়ে যাওয়ায় সাকিব বিষয়টি আম্পায়ারকে জানান। পরে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। এতেই ক্রিকেটমহলে তৈরি হয় নানা সমালোচনা।