আজ বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিচ্ছেন বিজয়

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে ওপেনার এনামুল হক বিজয়কে স্কোয়াডে নিয়েছে বাংলাদেশ আজ পুনেতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে গত সোমবার দিল্লিতে ৮২ রানের ইনিংস খেলার পথে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান সাকিব। পরে পরীক্ষায় দেখা যায় সেখানে আছে চিড়। তাতে করে আগামী চার-সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। অলরাউন্ডার সাকিবের বদলে দলের ব্যাটিং শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বিজয় বাংলাদেশের হয়ে বিভিন্ন সময় মিলিয়ে খেলেছেন ৪৫ ওয়ানডে। সর্বশেষ গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলে ৪ রানে আউট হন তিনি। সম্প্রতি চলমান জাতীয় দলে খুলনা বিভাগের হয়ে এক সেঞ্চুরি আর দুই ফিফটি এসেছে ডানহাতি ব্যাটারের ব্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। কিন্তু মাঠ ছাড়েননি। শেষ পর্যন্ত পুরো ১০ ওভার বোলিং করে তুলে নেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট। এরপর ব্যাট হাতে খেলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। তার ও শান্তর ব্যাটে ভর করে বাংলাদেশ দারুণ এক জয় পায় ৩ উইকেটে। ম্যাচ শেষ হলে সাকিবের আঙ্গুলের এক্স-রে করা হয়। এক্স-রে রিপোর্টে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। সে কারণে তিনি আর খেলতে পারছেন না পরের ম্যাচে। দিল্লি থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে আসেন তিনি।