ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাপানে প্যারা ব্যাডমিন্টনে বাংলাদেশের জয়

জাপানে প্যারা ব্যাডমিন্টনে বাংলাদেশের জয়

জাপানে প্যারা ব্যাডমিন্টনে নিউজিল্যান্ডের সঙ্গে জুটি বেঁধে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আলী ইমাম। মঙ্গলবার টোকিওতে অনুষ্ঠিত এসএল থ্রি ও এসএল ফোরের দ্বৈতে নিউজিল্যান্ডের ওজতেকের সঙ্গে জুটি বেধে আলী ইমাম ২১-৫ ও ২১-২ পয়েন্টে (সরাসরি ২-০ সেট) বিধ্বস্ত করেন ভারতের প্রাসাদ কুমার সিনহা ও ইরানের শানকিয়ান বাভারসাত জুটিকে। রাউন্ড রবিন লিগের খেলা চলছে। এদিকে একক ইভেন্টেও চমক দেখিয়েছেন আলী ইমাম। চীনের ফু ফাজেংয়ের সঙ্গে লড়াইয়ের প্রথম সেটে ২১-১২ পয়েন্টে জিতলেও পরের দুই সেটে লড়াই করে হেরেছেন (১৪-২১ ও ২১-২৩ পয়েন্ট)। গেল ৪ নভেম্বর বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টনের সাধারণ সম্পাদক এনায়েত উল্যা খানের নেতৃত্বে জাপানে গেছেন দুই শাটলার ইমাম ও জয়তু। দেশ ছাড়ার আগে এক সময়কার তারকা শাটলার-জাতীয় দলের সাবেক কোচ এনায়েত উল্যা খানের সার্বিক অধীনে অনুশীলন করেন তারা। জাপানে কোর্টে নামার আগে আয়োজকদের কাছ থেকে সর্বোচ্চ আতিথেয়তা পেয়েছেন বাংলাদেশের কোচ এবং শাটলারদ্বয়। বিশেষ করে জাপান প্যারা ব্যাডমিন্টন ফেডারেশনের চেয়ারম্যান কাজুমি হিরানো টোকিওতে পা রাখার পর থেকেই এনায়েত এবং তার শিষ্যদের নিয়মিত খোঁজ নিচ্ছেন। শুধু তাই নয় খেলার সরঞ্জমাদি যেমন জার্সি, শর্টস, মোজাসহ সব ধরনের সামগ্রী দিয়ে বাংলাদেশের পাশে থেকে আরো একবার বন্ধুত্বের নিদর্শন স্থাপন করেছেন কাজুমি হিরানো। এনায়েত উল্যা খান মুঠোফোনে বলেন, ‘জাপান বরাবরই বন্ধুপ্রতীম এক রাষ্ট্র। এত বড় একটি আন্তর্জাতিক আসরে আমাদের খেলার সুযোগ করে দিয়েছে তারা। বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন জাপানের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। এখানে আসার পর থেকে আয়োজকরা আমাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। জাপান প্যারা ব্যাডমিন্টন ফেডারেশনের চেয়ারম্যান কাজুমি হিরানোর কথা আলাদাভাবে উল্লেখ করতেই হবে। কাজুমি আমাদের খেলোয়াড়দের কিটস দিয়ে সহযোগিতা করেছেন। বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। যে কোনো প্রয়োজনে বিশেষ করে আমাদের খেলোয়াড়দের উন্নয়নে কাজুমি সহযোগিতা করবেন বলেও জানান।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত