বিশ্বকাপেই রাজত্ব হারালেন বাবর ১ নম্বর ব্যাটার গিল

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের চলমান পথেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ককে সরিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে স্থানটি দখলে নিয়েছেন ভারতের ওপেনার শুবমান গিল। শীর্ষস্থানে বাবরের রাজত্ব ছিল দুই বছর। সেটির অবসান হলো। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেওয়ার কৃতিত্ব দেখালেন গিল। তার আগে শীর্ষে উঠেছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপে ভারতের অপ্রতিরোধ্য থাকার অভিযানে অবদান আছে গিলের। ছয় ম্যাচে ২১৯ রান করেছেন তিনি। টুর্নামেন্টে ৫৪৩ রান করা কুইন্টন ডি কক ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বরে আছেন। চারে রয়েছেন কোহলি। ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়েও যথেষ্ট উন্নতি করেছে ভারতীয় বোলাররা। ৪ বোলার শীর্ষ দশে প্রবেশ করেছেন। শীর্ষস্থান দখলে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ৪ নম্বরে রয়েছেন। জসপ্রীত বুমরা তিন ধাপ এগিয়ে আটে এবং সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে স্থান করে নিয়েছেন মোহাম্মদ শামি। আঙুলের চোটে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া সাকিব আল হাসান অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এখনো শীর্ষেই রয়েছেন। ২০১* রানের অনবদ্য ইনিংস খেলে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।