ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কী ঘটছে কারাতে ফেডারেশনে!

কী ঘটছে কারাতে ফেডারেশনে!

এশিয়ান গেমসে গিয়ে ম্যানেজার ও কোচের ঘুমকাণ্ডে কারাতেকার খেলতে না পারার পরও হাস্যকর শাস্তির সুপারিশ করা হয়েছে। কারাতে ফেডারেশনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ম্যানেজার ইকবাল হোসেনকে এক বছর আন্তর্জাতিক দলের সঙ্গে বিদেশ সফর নিষিদ্ধ করার মতামত দিয়েছে। তবে কোচ মোয়াজ্জেম হোসেন ও কারাতেকা হাসান খানকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠিন শাস্তির সুপারিশও করা হয়েছে।

নানা অঘটন-ঘটন নিয়ে সাম্প্রতিক সময় বেশ সমালোচিত হচ্ছে কারাতে ফেডারেশন। হাংঝুতে এশিয়ান গেমসে খেলতে গিয়ে ম্যানেজার ইকবাল হোসেন ও কোচ মোয়াজ্জেম হোসেনের অতিমাত্রায় ঘুমের কারণে সকালে খেলার ভেন্যুতে উপস্থিত হতে পারেননি কারাতেকা হাসান খান। এ নিয়ে ম্যানেজার, কোচ ও কারাতেকাকে শোকজ নোটিশ দিয়েছিল ফেডারেশন। সেই সঙ্গে সাধারণ সম্পাদক ক্যা শৈ হ্লাকে আহ্বায়ক করে আজহার আলী হিরা ও আলেকজান্ডার বোকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করে ফেডারেশন। শোকজের জবাবে কারাতেকার ওপর সম্পূর্ণ দোষ চাপিয়ে দিয়েছে ম্যানেজার ও কোচ। তবে নিজের জবাবের চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচ ও ম্যানেজারের দেওয়া দোষকে অস্বীকার করে তাদের দেওয়া ওই দিন সামাজিক যোগাযোগের মাধ্যমে ফোনের সময়সম্বলিত স্ক্রিনশটসহ প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন হাসান খান। ম্যানেজার ইকবালকে এক বছর আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষিদ্ধ করলেও কেচ মোয়াজ্জেম হোসেনকে প্রয়োজন উল্লেখ করে শাস্তি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। তবে সূত্রে জানা যায়, সামনেই দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের নির্বাচন। সেখানে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোয়াজ্জেম হোসেন। তাই তাকে শাস্তির সুপারিশ না করে প্রশ্নবিদ্ধ হয়েছে তদন্ত কমিটি।

সূত্রে আরো জানা গেছে, তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে ফেডারেশনের সভাপতি ডা. মোজাম্মেল হক খানের কাছে যান আলেকজান্ডার বো। কিন্তু সভাপতি ইকবালকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার জন্য বলেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক কারাতের এক কর্মকর্তা বলেন, ‘ইকবাল হোসেন ও মোয়াজ্জেম হোসেনকে বাঁচানোর জন্য একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। কারাতের স্বার্থে এই দুজনকে নিষিদ্ধ করা প্রয়োজন এবং কারাতেকা হাসান খানকে সব অভিযোগ থেকে মুক্তি দিতে হবে।’

এদিকে ফেডারেশনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানকে ৫ বছরের জন্য বহিষ্কার করে বেকায়দায় পড়েছে ফেডারেশন। পরে মোস্তাফিজ হাইকোর্টে রিট করলে কেন বহিষ্কারাদেশ অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত