ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেয়েদের জন্য বিদেশি কোচ আসছে!

মেয়েদের জন্য বিদেশি কোচ আসছে!

দেশের নারী ফুটবলের উন্নয়নের অন্যতম কারিগর কোচ গোলাম রব্বানী ছোটন, যার অধীনে প্রথমবার সাফ শিরোপা জিতেছে সাবিনারা।

তবে বর্তমানে তিনি আর দলের সঙ্গে নেই। স্বল্প মেয়াদে সাইফুল বারী টিটুকে নারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার অধীনে অনুশীলন চলছে মেয়েদের। আগামী ১ ও ৪ ডিসেম্বর ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই সাবিনা-সানজিদাদের জন্য স্পেন কিংবা ব্রাজিল থেকে কোচ আসার সম্ভাবনা রয়েছে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর থাকাকালীন পল স্মলি মেয়েদের দলও দেখভাল করতেন। এছাড়া হেড কোচ হিসেবে ছিলেন গোলাম রব্বানী ছোটন। দুজনেই বাফুফের চাকরি ছেড়েছেন। তাদের অনুপস্থিতিতে টিটুর ওপর আস্থা রাখা হয়েছে।

কিন্তু বাফুফে চাইছে সামনের দিকে মেয়েদের ফুটবলের দায়িত্বটা বিদেশি কোচের হাতে থাকুক। আপাতত স্পেন-ব্রাজিলের কোচের ওপর দৃষ্টি তাদের। বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা আগে থেকে চাইছিলাম মেয়েদের জন্য বিদেশি কোচ আনতে। কিন্তু সবকিছু না মেলার কারণে কোচ পাইনি। সামনের দিকে সিঙ্গাপুর ম্যাচের আগে কিংবা বছরের শুরুতে স্পেন কিংবা ব্রাজিল থেকে কোচ আসার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিললে তখন বিদেশি কোচ ঢাকায় আসবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত