ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশে ফিরেছেন ক্রিকেটাররা

দেশে ফিরেছেন ক্রিকেটাররা

বড় স্বপ্ন নিয়ে এবার ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ দল। আইসিসি সুপার লিগে পয়েন্ট তালিকার তিনে থাকায় সমর্থকদের বিশ্বাস ছিল এবার পারফরম্যান্সে আগের সব বিশ্বকাপ ছাড়িয়ে যাবে টাইগাররা। প্রত্যাশা অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছিল সাকিব আল হাসানরা। কিন্তু তারপর টানা ছয় ম্যাচে রীতিমতো বিধ্বস্ত। অবশেষে নিজেদের অষ্টম ম্যাচে ১৩তম আসরে দ্বিতীয় জয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৬ রানের স্কোর গড়েও ধরাশীয় হয় শান্ত-মুশফিকরা। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে গতকাল শনিবার রাতেই দেশের পথে রওয়ানা দেয় বাংলাদেশ দলের খেলোয়াড়রা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হয় বাংলাদেশ দল। তবে বিদেশি কোচরা নিজ নিজ দেশের উদ্দেশে রওয়ানা দেয়। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ আছে বাংলাদেশের। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের ওপরের ৮টি দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। ৯ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে শ্রীলঙ্কা। লঙ্কানদের চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ ভালভাবেই আছে। তবে আজ ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করবে টাইগাররা। এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিছুদিন বিশ্রামে থাকবেন। এরপর এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করবেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত