দুই মাঠ আরো ২৫ বছরের বরাদ্দ পাচ্ছে বাফুফে

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের জাতীয় সব ক্রীড়া স্থাপনাই জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানায় রয়েছে। সেই স্থাপনাগুলো জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ ও অনুমোদনের ভিত্তিতে বিভিন্ন ফেডারেশন ব্যবহার করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেয়া দু’ট স্থাপনা আরো ২৫ বছর ব্যবহারে অনুমতি প্রদান করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ এবং কমলাপুর স্টেডিয়ামের টার্ফ পুনঃস্থাপনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বরাদ্দ বৃদ্ধির আবেদন করেছিল বাফুফে। দুটি স্থাপনার মধ্যে একটির বরাদ্দের মেয়াদ শেষ এরইমধ্যে, আরেকটির মাত্র এক বছর রয়েছে। তাই ফেডারেশন পুনরায় বরাদ্দের জন্য আবেদন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। জাতীয় ক্রীড়া পরিষদ দুটি স্থাপনাই পুনরায় ২৫ বছরের জন্য বরাদ্দ দেয়ার জন্য ফাইল প্রস্তুত করেছে।