ঢাকায় ফের এশিয়ান আর্চারি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আরেকটি আসরের আয়োজক হয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারির সবচেয়ে বড় এই আসর। এ নিয়ে তৃতীয়বার এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সম্প্রতি চীনকে ১০-১৪ ভোটে হারিয়ে আয়োজক হওয়ার এই যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর আগে ২০১৭ ও ২০২১ সালে এই টুর্নামেন্ট ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। আরো একবার নিজেদের দেশে এশিয়ান আর্চারির আসর পাওয়ায় খুশি আর্চাররাও। দেশসেরা অন্যতম নারী আর্চার দিয়া সিদ্দিকীর কথায়, ‘এশিয়ান আর্চারি মানেই এই মহাদেশের শ্রেষ্ঠত্বের পরীক্ষা। সেই পরীক্ষায় গতবার আমরা একটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছিলাম। এবারও ভালো করার লক্ষ্য রয়েছে। কারণ, এখনো ২ বছর আমাদের হাতে রয়েছে।’ প্রথমবারের আয়োজনে তেমন সাফল্য না পেলেও এক বছর আগে একটি রুপাসহ তিনটি পদকের দেখা পেয়েছিল বাংলাদেশ। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল জুটি ১-৫ সেটে রিও অলিম্পিকে স্বর্ণপদক জয় করা কোরিয়ার রিও সু জং এবং লি সিউংইউন জুটির কাছে হেরে রুপা জিতেছিলেন। অন্যদিকে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ (নাসরিন, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী) ৫-৩ সেটে ভিয়েতনামকে হারিয়ে এবং পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা) ৬-২ সেটে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ দুটি জিতেছিল।