আইসিসির সিদ্ধান্ত অবৈধ : শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রী

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ব্যর্থতায় ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী। এর কয়েক দিনের মাথায় বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে দেশটির ক্রিকেটের সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এ সিদ্ধান্তকে অবৈধ বলে মন্তব্য করেছেন দেশটির ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহে। পাশাপাশি এই সিদ্ধান্ত প্রত্যাহারে আপিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডে-তে দেয়া এক সাক্ষাৎকারে রানাসিংহে বলেন, ‘এটি এভাবে হতে পারে না। যখন আইসিসি অথবা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলো এমন কোনো সিদ্ধান্ত নেয়, তখন তারা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটি করে থাকে। কিন্তু এই সিদ্ধান্তটি হুট করে নেয়া হয়েছে, এটি কোনো নৈতিক সিদ্ধান্ত নয়। এমন একটি সিদ্ধান্তের মাধ্যমে তারা কীভাবে আমাদের দেশকে অপমান করে?’ তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ থাকতে হবে। তারপর সে বিষয়ে আমাদের মতামত প্রদানের সুযোগ দিতে হবে। যদি এ বিষয়ে আমরা নতুন কোনো সিদ্ধান্ত না পাই, তাহলে সুইজারল্যান্ডের ক্রিকেট বিষয়ক সালিশি আদালতে যাব।’ এর আগে গত সোমবার শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রামানসিংহে বিশ্বকাপ ব্যর্থতায় পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেন। এক বিবৃতিতে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্র্বতী চেয়ারম্যান করার কথাও জানান রামানসিংহে। সাত সদস্যের নতুন প্যানেলে যুক্ত করা হয় সাবেক প্রধান বিচারপতি ও সাবেক এক বোর্ড সভাপতিকেও। তবে দেশটির আদালতে অন্তর্র্বর্তী কমিটির সিদ্ধান্ত আবার স্থগিত হয়ে যায়, তৈরি হয় অচলাবস্থা। সরকারি হস্তক্ষেপের প্রভাব ক্রিকেট বোর্ডে পড়ায় এবার কঠোর হয় আইসিসি। বোর্ডের উপর শ্রীলঙ্কা সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে দেশটির ক্রিকেট বোর্ডকে আইসিসির সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।