ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে কী বললেন তাসকিন

বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে কী বললেন তাসকিন

যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপের দেশ ভারতে পা রেখেছিল বাংলাদেশ দল, সেটি বাস্তবায়ন তো দূরের কথা কাছাকাছিও যেতে পারেনি। গত কুড়ি বছরের মধ্যে এটি সবচেয়ে বাজে বিশ্বকাপ হয়ে থাকবে টাইগারদের কাছে। প্রথম ম্যাচ জয়ের পর টানা ছয় হার, অস্টম ম্যাচ জিতলেও নবম ও শেষটি হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দেশে ফিরেছে মুশফিক-মাহমুদউল্লাহরা। অস্ট্রেলিয়া ম্যাচ ছাড়া প্রায় সব ম্যাচেই ছিল ব্যাটারদের ব্যর্থতার মিছিল। ভারতের স্পোটিং উইকেটে ব্যাটারদের রান করতে না পারার ব্যর্থতার কারণেই এই ভরাডুবি বলে মনে করেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ডানহাতি পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘ব্যাটিং উইকেটে আমরা যথেষ্ট রান না করায় খানিকটা কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছে প্রতিপক্ষরা। যখন থিতু হয়ে গেছে, তখন আবার মেরে খেলছে। যদিও আমরা আরো ভালো বোলিং করতে পারতাম। ভারতে খেলে কেউ যদি ছয় কিংবা সাড়ে ছয় ইকোনমিতে ১০ ওভার শেষ করতে পারে এটা খুব ভালো।’ বিশ্বকাপে যাওয়ার আগেও দারুণ ফর্মে ছিলেন তাসকিন। তিনিও বিশ্বকাপে ভালো করতে পারেননি। মূলত স্পোর্টিং উইকেটে বোলিং করার অনভিজ্ঞতার কারণেই তাসকিনসহ দলের অন্য পেসারদের ভারতে ভুগতে হয়েছে। তাসকিন ৭ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছেন! ২ ম্যাচে ছিলেন একাদশের বাইরে। নিজের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন এই পেসার, ‘আমার কাছে মনে হলো, ভালো করতে পারিনি, সামনে আবার চেষ্টা করতে হবে। কারণ আশা করা ছাড়া তো কিছুই নেই জীবনে। না পারলে আবার চেষ্টা করতে হবে এই আরকি।’ ওটিস গিবসন বদলে দিয়েছিলেন বাংলাদেশের পেস আক্রমণের কাঠামো। পেসারদের উন্নতিতে দারুণ ভূমিকা রাখা ওয়েস্ট ইন্ডিয়ান কোচকে ভীষণ মনে ধরেছিল তাসকিন আহমেদদের। গিবসনের চলে যাওয়ার সময় তাই অশ্রু ঝরেছিল তাদের। গিবসনের অসমাপ্ত কাজ দারুণভাবে সামলে পেসারদের শান দিচ্ছিলেন অ্যালান ডোনাল্ড। তিনিও থাকলেন না। তার বিদায়ের পর এবার আরেকজন এরকম ভালো কোচের প্রত্যাশায় তাসকিন। ডোনাল্ডের চলে যাওয়া নিয়ে কিছু না বললেও তাকে প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন, ‘তিনি অসাধারণভাবে টেক কেয়ার করতেন আমাদের ফাস্ট বোলিং গ্রুপকে। ভালো হোক বা খারাপ, তিনি সবসময় পাশে থাকতেন, উজ্জীবিত করতেন।’ বাস্তবতা মেনে নিয়ে তাসকিন আরো একজন ভালো কোচ পাওয়ার অপেক্ষায়, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই উপভোগ করেছি তার সঙ্গে কাজ করে। তিনি চলে গেলেন, এটাই জীবন, পেশাদার জীবন। সব কোচই ২-৪ বছর পরপর যাবে-আসবে। তার সামনের দিনগুলোর জন্য শুভ কামনা জানাচ্ছি। ভবিষ্যতে আরেকজন ভালো বোলিং কোচের আশা করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত