ডোনাল্ডকে নিয়ে আবেগঘন বার্তা মাহমুদউল্লাহর

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ওটিস গিবসন বদলে দিয়েছিলেন বাংলাদেশের পেস আক্রমণের কাঠামো। পেসারদের উন্নতিতে দারুণ ভূমিকা রাখা ক্যারিবিয়ান এই কোচ চলে যাওয়ার পর তার অসমাপ্ত কাজ দারুণভাবে সামলে পেসারদের শান দিচ্ছিলেন অ্যালান ডোনাল্ড। কিন্তু বিশ্বকাপ শেষ হতেই এই প্রোটিয়া কোচও দায়িত্ব ছেড়েছেন। বিশ্বকাপের পর এমনিতে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ ডোনাল্ডের। তবে গত ২ বছরে ভালো কাজ করায় চুক্তি বাড়ার সম্ভাবনা ছিল। কিন্তু বিশ্বকাপের মাঝে কিছু ঘটনায় ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। তাই বিশ্বকাপ শেষেই দেশে ফিরে গিয়েছেন ডোনাল্ডের। তার বিদায়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তাটি প্রকাশ করেন তিনি। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে গত রোববার এক পোস্টে রিয়াদ লেখেন, ‘একজন কিংবদন্তি এবং একজন ভদ্রলোক। এতো সুন্দর একটা মানুষ। আপনার সঙ্গে কাজ করা একটি আনন্দদায়ক (সময়) ছিলো।’ বিশ্বকাপের মাঝেই বাংলাদেশের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দেন ডোনাল্ড। জানিয়ে দেন, বিশ্বকাপের পর তাকে আর পাচ্ছে না বাংলাদেশ। ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিল এই প্রোটিয়া কোচের। বিশ্বকাপের আগে ডোনাল্ড বোর্ডকে জানিয়েছেন, চুক্তি নবায়ন করতে ইচ্ছুক নন। বিশ্বকাপের পর বাংলাদেশের টেস্ট সিরিজ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানেও তার থাকা অনিশ্চিত। ফলে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই ডোনাল্ডের বাংলাদেশের ড্রেসিংরুমে শেষ অ্যাসাইনমেন্ট হয়ে থাকলো। ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি। ওটিস গিবসনের জায়গায় তাকে যুক্ত করে টিম ম্যানেজমেন্ট। শুরুতে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছিল বিসিবি। কাজে ভালো করায় এক বছর তার চুক্তি বাড়ানো হয়। বাংলাদেশে দেড় বছর কাজ করার পর চাকরি ছাড়লেন তিনি। চুক্তির মেয়াদের শেষ সময়ে এসে খুব একটা ভাল সময় কাটেনি তার। ডোনাল্ড জানিয়েছিলেন মেয়াদ বাড়াতে খুব একটা আগ্রহ নেই তার। পেস বোলিং কোচ বলেছিলেন, ‘বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হবে। আমি এটার প্রতি সম্মান রেখে এখন গণমাধ্যমে কিছু বলতে চাই না, আমার পুরো মনযোগ এখন বিশ্বকাপের দিকে।’ তবে দল ছেড়ে গেলেও পেসারদের সঙ্গে যোগাযোগ থাকবে বলেও মন্তব্য তার, ‘তাদের কেউ যদি কথা বলতে চায়, গ্রুপে চ্যাট করতে চায় করতে পারবে। এটা যেকোনো সময়ই হোক না কেন কোনো সমস্যা নেই। তারা শুধু পেস বোলিং গ্রুপই না তারা সবাই আমার খুব ভালো বন্ধু। তাদের সঙ্গে কাজ করাটা ভালো লাগার। আমি এখানে কাজ না করলেও তাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমি শুধু এটুকুই বলতে পারি। আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ দিতে চাই।’