ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাপান প্যারা ব্যাডমিন্টনে বাংলাদেশের দুই ব্রোঞ্জ

জাপান প্যারা ব্যাডমিন্টনে বাংলাদেশের দুই ব্রোঞ্জ

জাপানে প্যারা ব্যাডমিন্টনে ব্রোঞ্জ নিশ্চিত করে সেমিফাইনালে উঠলে তা রুপায় বদলে দিতে পারেননি লাল সবুজের দুই প্রতিবন্ধী শাটলার মোহাম্মদ আলী ইমাম ও জয়তু ধর। গত রোববার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে জয়তু ধর ভারতের মঞ্জু নাথ গোবিন্দর সঙ্গে জুটি বেঁধে খেলে ২১-১৪ ও ২১-১৩ পয়েন্টে ভারতের রঞ্জন দ্বীপ ও মনোজ সরকার জুটির কাছে হেরে যান। অন্য সেমিফাইনালে নিউজিল্যান্ডের ওয়াজতেকের সঙ্গে জুটি বেঁধে আলী ইমাম খেলেন। সেখানে ভারতের নেহাল গুপ্তা ও নবীন শিবাকুমারের কাছে ২৩-২১ ও ২১-১৬ পয়েন্টে হেরে ব্রোঞ্জ পান। শিষ্যদের সাফল্যে উচ্ছ্বসিত দলের কোচ ও জাতীয় দলের সাবেক চ্যাম্পিয়ন শাটলার এনায়েত উল্যা খান। জাপান থেকে তিনি মুঠোফোনে বলেন, ‘আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল স্যারকে। গত বছর আমরা মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় জাপানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে অংশ নেই। ওই টুর্নামেন্টে ভালো খেলার দরুণ জাপানের চোখে পড়ি আমরা। সেখান থেকে জাপানের সঙ্গে বাংলাদেশের প্যারা ব্যাডমিন্টনের সম্পর্কের শুরু। সেই সুবাদে জাপানের আর্থিক পৃষ্ঠপোষকতায় আমরা জাপান প্যারা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনে খেলছি। আজ আমাদের প্যারা ব্যাডমিন্টনের জন্যই শুধু নয়, বাংলাদেশের জন্যও অনেক বড় গৌরব এবং আনন্দের দিন। আমি ওদের পারফরম্যান্সে অনেক খুশি।’ এদিকে ফাইনালে যেতে না পারলেও বাংলাদেশকে সম্মানের আসনে বসিয়েছেন স্বাগতিকরা। জাপান প্যারা ব্যাডমিন্টন ফেডারেশন বাংলাদেশ দলকে নৈশ্যভোজে আমন্ত্রণ জানায়। জাপান প্যারা ব্যাডমিন্টন ফেডারেশনের চেয়ারম্যান কাজুমি হিরানো স্বয়ং এনায়েত উল্যা খান এবং তার শিষ্যদের জন্য এ বিশেষ ভোজের আয়োজন করেন। নেশভোজে যোগ দেয়ার আগে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দলকে বিশেষ ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছাও জানানো হয়। জাপান প্যারা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এবার ৩৭টি দেশ অংশ নেয়। সেখান থেকে কেবল বাংলাদেশের জন্য আলাদাভাবে এই নৈশভোজের আয়োজন করে ফেডারেশন। যেখানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অলিম্পিকে সিলভার মেডেলিস্ট আয়াকু সুজুকি এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের মিৎসুবিশির ডিরেক্টর মিস্টার মায়াঙ্গ লি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত