অস্ট্রেলিয়ার বিপক্ষে দৃঢ়তা দেখাবে রক্ষণভাগ

আশাবাদী মিতুল

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পরের দিন মাঠের অনুশীলনে নামতে পারেনি বাংলাদেশ দল। কারণ, ভ্রমণ ক্লান্তি ও ঠাণ্ডা। তবে সোমবার ঠান্ডা বাতাস উপেক্ষা করে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিল লাল-সবুজ দল। গতকাল মঙ্গলবার দ্বিতীয়বারের মতো অনুশীলনে নামেন জামাল ভূঁইয়ারা। আগামী বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ‘আই’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। মেলবোর্নের ম্যাচটি দিয়ে বাছাইয়ের দ্বিতীয় ধাপের পথচলা শুরু করবে হাভিয়ের কাবরেরার দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালে দুই ম্যাচে ৯ গোল হজম করেছিল বাংলাদেশ। এবার কী হবে? গোলরক্ষক মিতুল মারমার চাওয়া গোল না হজম করে অস্ট্রেলিয়া থেকে ফেরা। আমি যেহেতু গোলরক্ষক, সেহেতু সবসময়ই লক্ষ্য থাকে যেন গোল হজম না করি। নিজের সেরা পারফরম্যান্স দিতে পারি। দলীয় লক্ষ্য ওরা বড় টিম, তাই বলে আমাদের যে ইয়ে থাকবে, তা নয়, আমরা চেষ্টা করব আগে আমাদের ডিফেন্সটা সামলানোর এবং এই সুযোগে আমরা যতটুকু পাল্টা আক্রমণে যেতে পারি, সেই প্রস্তুতি নিচ্ছি।’ গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল খেলায় দারুণ ভূমিকা ছিল রক্ষণের। মিতুল আশাবাদী, বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ অস্ট্রেলিয়ার বিপক্ষেও দৃঢ়তা দেখাবে তাদের রক্ষণভাগ। ‘আসলে আমরা বিগত যে টুর্নামেন্টগুলো খেলেছি, সেখানে আমাদের রক্ষণভাগ ভালো করেছে। আমরা চেষ্টা করছি আরো ভালো করার। অস্ট্রেলিয়া অবশ্যই শক্তিশালী টিম, ওদের সঙ্গে ভালো কিছু করতে হলে আমাদের আরো ভালো পারফরম্যান্স করতে হবে। আবহাওয়ার একটা বিষয় আছে; সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা আগেই এখানে এসেছি। রক্ষণ নিয়ে কাজ করছি।’ গত সাফে তপু বর্মনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষণের জোয়াল টেনেছেন বিশ্বনাথ ঘোষ। ‘মদ-কাণ্ডে’ তপুও নেই দলে। তবে বিশ্বনাথ মনে করেন, কেবল ডিফেন্ডারদের নয়, অস্ট্রেলিয়াকে আটকাতে হলে শতভাগ নিংড়ে দিতে হবে সবাইকে। ‘প্রস্তুতি অনেক ভালো। অনেক পরিশ্রম, কাজ করছি। আগামী পরশু (বৃহস্পতিবার) ম্যাচ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি, ভালো ফল নিয়ে আসতে পারি। এখানে শুধু ডিফেন্সের কাজ নয়, পুরো টিমের কাজ। চেষ্টা করব, আমাদের যারা স্ট্রাইকার, মিডফিল্ড, ডিফেন্ডার, গোলকিপার- সবাইকে এক সুঁতোয় গেঁথে ভালো কিছু করব। প্রত্যেক খেলোয়াড়কে শতভাগ দিতে হবে, তাহলে ভালো কিছু সম্ভব।’ বিশ্বনাথ ঘোষ আরও বলেন, ‘ব্লক করা নিয়ে কাজ করছি আমরা। মিড ব্লক, লো ব্লক যেটাই বলি, ব্লক নিয়ে কাজ করছি। বিল্ড আপের ক্ষেত্রে এমন একটা কিছু হবে যে, সাইড ব্যাক, স্টপার ব্যাক যারা আছে, আমরা এক দিক দিয়ে বিল্ড আপ শুরু করব। ডিফেন্সে আমরা কমপ্যাক্ট লো ব্লকে শুরু করব।’ বিশ্বকাপে বাছাইয়ে প্রথম ও সবশেষ ২০১৫ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। অস্ট্রেলিয়াতে প্রথম লেগে ৫-০ গোলে হারের পর ঢাকায় ফিরতি লেগে ৪-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।