কাবাডির ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পাশে নবনির্মিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জাতীয় স্টেডিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে ভার্চুয়ালি ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের সঙ্গে কাবাডি ফেডারেশনের ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় গণভবনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এছাড়া উদ্বোধনের সময় কাবাডি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ এবং কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। কাবাডি ফেডারেশনের ছয়তলা ভবনে দাপ্তরিক কার্যালয় ছাড়াও রয়েছে ইনডোর ফ্যাসিলিটিজ, জিমনেশিয়াম, কোচ-খেলোয়াড় মিলিয়ে ৫০ জন থাকার উপযোগী হোস্টেল, ড্রেসিংরুম, রেফারিজ রুম, মেডিকেল রুম, সভাকক্ষ, আধুনিক মিডিয়া সেন্টার ও অডিটরিয়াম। দক্ষিণ ও পশ্চিম পাশে ২ হাজার আসনের নতুন গ্যালারিও রয়েছে।