বিকেএসপিতে যাচ্ছে বাফুফের এলিট একাডেমি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ভালোমানের ফুটবলার তৈরির উদ্দেশ্য নিয়ে একাডেমি গঠন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার নাম ‘বাফুফে এলিট একাডেমি’। প্রায় দু বছরে নতুন ফুটবলার তৈরিতে বেশ সাফল্য পাচ্ছে ফুটবল ফেডারেশন। প্রিমিয়ার লিগের দলবদলেও কদর বেড়েছে বাফুফে একাডেমির ফুটবলারদের। ক্লাবগুলোর আগ্রহের ভিত্তিতে চলতি বছরের আগস্টে নিলামের মাধ্যমে একাডেমির দশ ফুটবলারকে বিক্রি করেছে বাফুফে। সেই পথ ধরেই নতুন এক একাডেমি করতে যাচ্ছে ফুটবল ফেডারেশন, যার কাজ শুরু হবে চলতি বছর থেকেই। এদিকে এলিট ফুটবল একাডেমি তাদের কার্যক্রম চালায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। শিগগিরই এই ভেন্যুর সংস্কার কাজ শুরু হতে পারে। তাই এলিট একাডেমি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বাফুফে। এরই মধ্যে বাফুফে থেকে প্রস্তুাব দেয়া হয়েছে বিকেএসপিকে। সে পরিপ্রেক্ষিতে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির একটি প্রতিনিধি দল সাভারের বিকেএসপি গিয়েসেখানকার সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে এবং কথা বলেছেন প্রতিষ্ঠানটির কর্র্মকাদের সঙ্গে।