ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ালটন চতুর্থ জাতীয় ডজবল প্রতিযোগিতা

ওয়ালটন চতুর্থ জাতীয় ডজবল প্রতিযোগিতা

পুরুষ ও নারী বিভাগে মোট ১২ দল নিয়ে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় ডজবল প্রতিযোগিতা-২০২৩।’ পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি করে দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার ও আজম আলী খানসহ অন্যরা। নারী বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, পরাণ মখদুম স্পোর্টিং ক্লাব, জামালপুর ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব ও মা মনি স্পোর্টিং ক্লাব। পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব, পরাণ মখদুম স্পোর্টিং ক্লাব, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব ও মা মনি স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত