১১ মাস পর উরুগুয়ে দলে সুয়ারেজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল উরুগুয়ে। এর পর পরিবর্তন এসেছিল তাদের কোচিং প্যানেলেও। তারপর থেকে দেশটির জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি লুইস সুয়ারেজ। অবশেষে ১১ মাস পর দেশের হয়ে খেলার জন্য ডাক পেলেন এই স্ট্রাইকার। চলতি মাসে আর্জেন্টিনা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে উরুগুয়ে। ম্যাচ দুটির জন্য গত সোমবার ২৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। নতুন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে এবারই প্রথম ডাক পেয়েছেন তিনি। কোচের ভাবনায় শুরুতে আরেক অভিজ্ঞ স্ট্রাইকার এডিসন কাভানিও ছিলেন, কিন্তু চোট পেয়ে ছিটকে যান তিনি। তিনিও ছিলেন গত বিশ্বকাপের দলে। উরুগুয়ের হয়ে ১৩৭ ম্যাচে ৬৮টি গোল করা সুয়ারেজ সবশেষ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেন কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচে। ওই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় লাতিন আমেরিকার দেশটি। বাছাইয়ের আসছে দুই ম্যাচে ৩৬ বছর বয়সি সুয়ারেজের সামনে হাতছানি আছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার। ২৯ গোল নিয়ে এই তালিকায় সাবেক লিভারপুল তারকা আছেন দুইয়ে। ৩১ গোল নিয়ে তার সামনে আছেন কেবল লিওনেল মেসি। বাছাইয়ের পয়েন্ট তালিকায় ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। সমান পয়েন্টে গোল পার্থক্যে পিছিয়ে তিন ও চারে আছে যথাক্রমে ব্রাজিল ও ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর ৬টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। এরপর আগামী ২১ নভেম্বর তাদের প্রতিপক্ষ বলিভিয়া। আর্জেন্টিনা এখন পর্যন্ত বাছাই পর্বের চারটি ম্যাচই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান করছে সুয়ারেজের দল। অবশ্য সমান ৭ পয়েন্ট ভেনেজুয়েলা ও ব্রাজিলেরও। গোল ব্যবধানে এগিয়ে আছে উরুগুয়ে।