ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শচীনকে টপকে কোহলির বিশ্বরেকর্ড

শচীনকে টপকে কোহলির বিশ্বরেকর্ড

উত্তাল হয়ে উঠল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি। দর্শকসারিতে উপস্থিত থাকা শচীন টেন্ডুলকারও যোগ দিলেন তুমুল করতালির জোয়ারে। কার জন্য এই উদযাপন? ভারতের তারকা বিরাট কোহলির জন্য। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরি করলেন তিনি। পেছনে পড়ে গেলেন কোহলিরই স্বদেশি কিংবদন্তি শচীন। এই শচীনকে আদর্শ মেনেই ক্রিকেট শুরু করেছিলেন দিল্লির ছেলে বিরাট কোহলি। বয়সভিত্তিক সব পর্যায় পেরিয়ে এসেছেন ভারতীয় ক্রিকেটের বড় মঞ্চে। তারপর একদিন বলা হলো, এই ছেলে শচীনের মতো খেলে। নামের পাশে শচীনের সঙ্গে তুলনায় পথ ভোলেননি বিরাট। খেলে গেলেন এক যুগের বেশি সময়। আর আজ সেই শচীনের শহরেই ভাঙলেন তারই রেকর্ড। বিরাট কোহলি এখন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। গতকাল বুধবার ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা। ব্যাটিংবান্ধব উইকেটের পুরো ফায়দা তুলে নিয়ে তারা আছে প্রতিপক্ষকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথে। সেই অভিযানে অগ্রণী ভূমিকায় আছেন কোহলি। ৩৫ বছর বয়সি ডানহাতি ব্যাটার তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি। এই সংস্করণে তিনিই এখন এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তার পূর্বসূরি শচিনের নামের পাশে রয়েছে ৪৯টি সেঞ্চুরি। ভারতের ইনিংসের ৪২তম ওভারে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন কোহলি। কিউই পেসার লোকি ফার্গুসনের বল ডিপ মিডউইকেটে ঠেলে ডাবল নিয়ে ৯৮ থেকে একশতে পৌঁছান তিনি। সেঞ্চুরির জন্য তার লাগে ১০৬ বল। এরপর অবশ্য বেশিক্ষণ টেকেননি কোহলি। দুই ওভারের ব্যবধানে নিউজিল্যান্ডের আরেক পেসার টিম সাউদির শিকার হন। উড়িয়ে মারতে গিয়ে ডেভন কনওয়ের দুর্দান্ত ক্যাচে থামেন ১১৭ রান করা কোহলি। ১১৩ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। এই ইনিংস খেলার পথে মোট তিনটি রেকর্ড গড়েছেন কোহলি। ৫০তম শতকের পাশাপাশি বাকি দুটি রেকর্ড হলো- বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান (৭১১ রান) ও সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস (আটটি)। এই রেকর্ড তিনটির সঙ্গে এতদিন জড়িয়ে ছিল শচিনের নাম। তিনটিই ভেঙে দিয়েছেন কোহলি। এক বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের আগের কীর্তি ছিল শচিনের। ২০০৩ সালের বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন তিনি। এছাড়া, ওই বিশ্বকাপেই সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন। গত ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসানও সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে শচিনের পাশে বসেছিলেন। এবার দুজনকেই ছাড়িয়ে গেছেন কোহলি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত