ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তাহলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া!

তাহলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া!

দুই দিন আগে টানা দশ মাচে অপরাজিত থেকে স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে নাম লিখেছে ভারত। রোহিত শার্মার উড়ন্ত সূচনার পর বিরাট কোহলির রেকর্ডময় সেঞ্চুরি, শ্রেয়াস আইয়ারে বিধ্বংসী শতরান আর মোহাম্মদ শামির রেকর্ড গড়া ৭ উইকেট। সেমিফাইনালে চমৎকার এক দলীয় পারফরম্যান্স উপহার দিয়েছে টিম ইন্ডিয়া। মুম্বাইয়ে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে ভারত। কোহলির রেকর্ড, শ্রেয়াসের ছক্কার তাণ্ডবের পথ ধরে এই উচ্চতায় পৌঁছে যায় ভারত। রেকর্ড কোহলির হলেও তা আসলে ব্যক্তিগত অর্জনের সীমানা ছাড়িয়ে স্পর্শ করে ক্রিকেটের সীমানাও। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ সেঞ্চুরির কীর্তি বলে কথা! এতদিন রেকর্ডটি যার ছিল, সেই শচীন টেন্ডুলকারের ঘরের মাঠে তার সামনেই তাকে ছাড়িয়ে গেলেন কোহলি। গ্যালারি থেকে তালির পর তালিতে অভিবাদন জানালেন টেন্ডুলকার, জবাবে মাথা নত করে তাকে কুর্নিশ জানালেন উত্তরসূরি। কোহলির ১১৩ বলে ১১৭ রানের ইনিংসটি ভারতীয় ইনিংসের মেরুদণ্ড। ৮ ছক্কায় শ্রেয়াসের ৭০ বলে ১০৫ রানের ইনিংসে দলের রান পৌঁছে যায় প্রায় অনতিক্রম উচ্চতায়। এরপর? একজন ড্যারিল মিচেলের ব্যাটে ফুটে উঠল নিউজিল্যান্ডের হার না মানা মানসিকতা। কিন্তু শামির কাছে যে হার মানতেই হবে! বিশ্বকাপের প্রথম দিকে তাকে বসিয়ে রেখেছিল দল। অনেক সমালোচনাও হচ্ছিল এটা নিয়ে। তার হৃদয়েও নিশ্চয়ই দহন হচ্ছিল! সুযোগটি যখন পেলেন, তার আগুনে পুড়তে থাকল একের পর এক প্রতিপক্ষ। আর এই ম্যাচে ছাড়িয়ে গেলেন নিজেকে, ছাড়িয়ে গেলেন ভারতের ইতিহাসের সব বোলারকে। ৫৭ রানে ৭ উইকেট, ব্যাটিং উইকেটে অবিশ্বাস্য এক বোলিং পারফরম্যান্স। বিশ্বকাপে তো বটেই, ওয়ানডেতেই প্রথম ৭ উইকেটের স্বাদ পেলেন ভারতের কোনো বোলার। এখন ক্রিকেট পাগল ভারতের অপেক্ষা স্বপ্নের বিশ্বকাপ শিরোপার। ১৯ নভেম্বর ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? বৃহস্পতিবার কলকাতার ইডেন গাডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে ২১২ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। যদি নাটকীয় কিছু না ঘটে তাহলে ধরে নেয়া যায় ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক বলেছেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেটা যখন করতে পারিনি তখনই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করি। সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করেছে। তারই ফল হিসেবে আরো একটি বিশ্বকাপর সেমিফাইনালে উঠেছি আমরা।’ বিশ্বকাপে সবচেয়ে সফল দল হিসেবে এখনো শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১৯৮৭ (ভারত), ১৯৯৯ (ইংল্যান্ড), ২০০৩ (দক্ষিণ আফ্রিকা), ২০০৭ (ওয়েস্ট ইন্ডিজ) ও ২০১৫ (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) বিশ্বকাপের শিরোপা জয়ী দলটি রেকর্ড ষষ্ঠ শিরোপা থেকে আর মাত্র দুই ম্যাচ দুরে রয়েছে। এছাড়া ১৯৭৫ সালে প্রথমবারের মত আয়োজিত বৈশি^ক এই সর্বোচ্চ টুর্ণামেন্টে রানার্স-আপে হয়েছে অস্ট্রেলিয়া। তাছাড়া আগের ম্যাচে যে পারফরম্যান্স তাতে অজিদের পক্ষে বাজি ধরাই যায়। বাকিটা সময়ই বলে দেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত