টেস্ট ও টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক পেল পাকিস্তান

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘন্টা বেজে গেছে তাদের। বিশ্বকাপে ভরাডুবি হওয়ায় পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। ১ ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নামঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেটবোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টিতে পাকিস্তানের নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে টেস্ট ক্রিকেটে দলটির দায়িত্বে থাকছেন শান মাসুদ। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তানের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পিসিবি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ও দীর্ঘতম দুই সংস্করণে অধিনায়কের নাম ঘোষণা করলেও ওয়ানডে সংস্করণের দায়িত্বে কে থাকছেন, তা জানায়নি দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ পর্যন্ত অধিনায়ক নিযুক্ত করা হয়েছে মাসুদকে। আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। ৩৪ বছর বয়সি মাসুদ এখন পর্যন্ত ৩০টি টেস্ট ম্যাচ খেলে এক হাজার ৫৯৭ রান করেছেন। এর মধ্যে চারটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে অধিনায়ক হিসেবে শাহিনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্তু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২৩ বছর বয়সি এই পেসার ৫২টি টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৬৪ উইকেট। পিএসএলে লাহোর কালান্দার্সের নেতৃত্বও দিয়েছেন এবং ২০২২ ও ২০২৩ সংস্করণে দলকে টুর্নামেন্ট জেতাতে রেখেছেন কার্যকরী ভূমিকা। আজ কয়েক দফায় মিকি আর্থার, বাবর আজম এবং ইউনিস খানসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ। এছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা বলেন পিসিবি কর্তারা। এর পরই একে একে বাবরের নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়কের নাম ঘোষণার বিষয়টি সামনে আসে।