ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপের জমকালো সমাপনী কাল

বিশ্বকাপের জমকালো সমাপনী কাল

গত ৫ অক্টোবর কোনো অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়িয়েছিল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তারপর সফলভাবে শেষ হয়েছে গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ ও দুই সেমিফাইনাল। এবার অপেক্ষা সেই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণের।

আগামীকাল রোববার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। খেলা শেষে থাকছে জমকালো সমাপনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন ইংলিশ পপ তারকা ডুয়া লিপা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন। চার বছর পর তিনি আবার ভারতে এসেছেন। বর্তমানে সেখানে অবস্থান করছেন। শুধু ডুয়া লিপা নন, আরও বেশ কিছু খ্যতিমান শিল্পী গান পরিবেশন করবেন সমাপনীতে। যেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এছাড়া ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকেও ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। শচীন টেন্ডুলকারও উপস্থিত থাকছেন। সেমিফাইনালের মতোই ফাইনালের গ্যালারিতে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণ ভারতের বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’ মূলত দেশটিতে ‘এয়ার শো’ করে থাকে। এর আগে শোনা গিয়েছিল ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকে চমকে দেবে ভারত। যেখানে পারফর্ম করবেন বলিউডের রথী-মহারথীরা। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে ভারতের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। কিন্তু কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়িয়েছিল বিশ্বকাপ। এবার চাউড় হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান না হলেও সমাপনী হবে জমকালো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত