ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ হংকং যাচ্ছে মাস্টার্স হকি দল

আজ হংকং যাচ্ছে মাস্টার্স হকি দল

হংকংয়ে বসছে ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। প্রথমবারের মতো বয়সভিত্তিক এই আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ মাস্টার্স হকি দল। সাবেক তারকাদের এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ দেশ ছাড়ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে মোট তিনটি ক্যাটাগরিতে মাস্টার্সরা অংশ নিয়ে থাকেন। ৪০ বছয় বয়সি এবং তার ওপরে, ৪৫ বছর ও তার ওপরে এবং ৫০ বছর বয়সী এবং তার ওপরে থাকা সাবেক খেলোয়াড়রা। বাংলাদেশ ৪০ ও তার ওপরের থাকা বয়সি ক্যাটাগরিতে খেলবে। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে দলগুলো পরস্পরের বিরুদ্ধে লড়বে। বাংলাদেশের গ্রপে শক্তিশালী মালয়েশিয়া, সিঙ্গাপুর ছাড়াও স্বাগতিক হংকং খেলবে। ২১ নভেম্বর প্রথম ম্যাচ বাংলাদেশের। এরপর ২২ ও ২৩ নভেম্বর যথাক্রমে গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল খেলবে ফাইনালে। সেই হিসাবে গ্রুপপর্বে তিন ম্যাচে ভালো থেকে গ্রুপে নিজেদের অবস্থান দুইয়ে রাখতে পারলে ফাইনালে খেলার সুযোগ পাবেন বাংলাদেশ মাস্টার্স হকি টিমের সদস্যরা। ২৬ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। ২৮ সদস্যের বাংলাদেশ দলে টিম লিডারের দায়িত্বে থাকছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। এছাড়া ম্যানেজার হিসেবে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ূন, সহকারী ম্যানেজার খাজা হারেস এবং কোচণ্ডখেলোয়াড় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছেন জাতীয় দলের সাবেক কোচ মাহবুব হারুন। এছাড়া দলের বাকি সদস্যরা হলেন- খাজা তাহের লতিফ মুন্না, শাকিল হোসেন, আল ইসলাম রুবেল, মনিরুল ইসলাম, আরিফুল হক প্রিন্স, মাহাবুবুল এহছান রানা, শহিদুল্লাহ টিটু, শহিদুল্লাহ খোকন, রাহুল কান্তি রায়, জামিলুর রহমান, মনির হোসেন, খাজা নাদের, জানে আলম, জামিল আহমেদ হাসান, আবুল হাসনাত, নাজমুল আলম, সাবিথ হাসান, কেএম ওয়াসেফ, সাব্বির আহমেদ, বিপ্লব বোস, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম, সৈয়দ রায়হান হুসাইন এবং মোহাম্মদ নাসের। আর ২৮ নভেম্বর ঢাকার উদ্দেশে হংকং ছাড়বে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। ‘বাংলাদেশ হকি ফেডারেশন একটি নবযুগের, নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার মধ্য দিয়ে। বাংলাদেশ হকি ফেডারেশনের তত্ত্বাবধানে, মাস্টার্স হকি কমিটির মাধ্যমে আমাদের খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছেন। টুর্নামেন্টটি এফআইএইচ এবং এএইচএফ অনুমোদিত একটি টুর্নামেন্ট। আমাদের যেসব খেলোয়াড়রা খেলা ছেড়ে যাওয়ার পরও চর্চার মধ্যে আছেন তারা এই টুর্নামেন্টের মাধ্যমে আরো বেশি উজ্জীবিত হবেন এবং বাংলাদেশের হকি তাদের মাধ্যমে এগিয়ে যাবে। আমাদের সিনিয়র খেলোয়াড়দের মাধ্যমে দেশকে, আমাদের জাতীয় পতাকাকে, এ দেশের ৩০ লাখ শহীদের সম্মানকে আমরা পৃথিবীর বুকে তুলে ধরতে পারব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত