ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপ বাছাই খেলতে ঢাকায় লেবানন

বিশ্বকাপ বাছাই খেলতে ঢাকায় লেবানন

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে ঢাকায় এসেছে লেবানন। আগের দিন সংযুক্ত আরব আমিরাতের খালিদ বিন মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে খেলেই শুক্রবার সকাল সোয়া আটটায় বাংলাদেশে এসে পৌঁছে তারা। ম্যাচটি গোলশূণ্য ড্র হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষের কারণে লেবাননের হোম ম্যাচটি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। রাতে ম্যাচ খেলেই ভোর রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় লেবানন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ঘন্টা দুই সময় লাগে। এরপর হোটেলে পৌঁছে বিশ্রাম নেয় তারা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যাচের ৪৮ ঘন্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চার দিন আগে এসেছে। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯-২১ নভেম্বর আভ্যন্তরীন যাতায়াত ও আনুষাঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে কাল রাতে চীন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের নিজেদের দ্বিতীয় পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। ২১ নভেম্বর জামালদের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে অস্ট্রেলিয়া উড়াল দিয়েছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। তাদের দ্বিতীয় ম্যাচ একই দিন ফিলিস্তিনের বিপক্ষে। এ ম্যাচটিও হবে নিরপেক্ষ ভেন্যুতে। কুয়েতের জাবের আল আহমাদ ইন্টারন্যাশনালস্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত