ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে তিনি ফরম সংগ্রহ করেন। সাকিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্বজনরা। ঢাকা-১০ আসন থেকে ক্ষমতাসীন দলের মনোনয়ন চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে শুধু একটি আসন থেকেই নয়, আরো দুইটি আসন থেকে মনোনয়ন তুলেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি তিনটি আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন। আসন তিনটি হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০। ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার দুপুরে ঢাকা-১০ আসনের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তার স্বজনরা। গতকাল শনিবার সকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গতকাল শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী বছরের ৭ জানুয়ারি একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। ওই দিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত