ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতের স্বপ্ন ভেঙে ষষ্ঠবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ভারতের স্বপ্ন ভেঙে ষষ্ঠবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম অসরের ফাইনাল ঘিরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসেছিল উৎসবের হাট। অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা মঞ্চে উঠে তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা- এমন স্বপ্ন ভারতীয় সমর্থকদের। প্রথমবার ১৯৮৩ সালে আর দ্বিতীয়বার ২০১১ সালে ঘরের মাঠেই বিশ্বকাপ জিতেছিল কপিল দেব আর মহেন্দ্র সিং ধোনির দল। এবার ফাইনাল শেষে সেটাই যেন ঘটে, সেজন্য প্রার্থনায় বসেছিল ১৪০ কোটির বেশি ভারতীয় নাগরিক। কিন্তু তাদের প্রত্যাশা পূরণের শুভলগ্নে ব্যর্থ হয়েছেন দলের ব্যাটাররা। যারা পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করেছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল ভালো শুরু করেও শেষ করতে পারেননি। পুরোপুরি ব্যর্থ শুভমান গিল আর শ্রেয়াস। ফলে ফাইনালে ২৫০ রান তুলতে পারেনি ভারত। শেষ বলে অলআউট হওয়ার আগে ২৪০ রান সংগ্রহ করতে পারেন স্বাগতিকরা। আগের ম্যাচগুলো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনার ধারা বজায় রাখতে পারেনি ভারত। অন্যদিকে বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দলটির তিন পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও অধিনায়ক প্যাট কামিন্স রাখলেন অগ্রণী ভূমিকা। তাদেরকে যোগ্য সঙ্গ দিলেন দুই স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের পক্ষে ১০৭ বলে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। তার পাশাপাশি ফিফটি পান বিরাট কোহলি। তিনি ৬৩ বলে করেন ৫৪ রান। এছাড়া, ওপেনিংয়ে নামা অধিনায়ক রোহিত শর্মার আগ্রাসী ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৭ রান। বাকিরা কেউ সুবিধা করতে পারেননি। এই তিনজন বাদে ২ অঙ্কে পৌঁছান কেবল সূর্যকুমার যাদব ও কুলদীপ যাদব। অজিদের হয়ে ৫৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাঁ-হাতি পেসার স্টার্ক। দুই ডানহাতি পেসার কামিন্স ও হ্যাজেলউড দুটি করে উইকেট পান যথাক্রমে ৩৪ ও ৬০ রান খরচায়। তিন ফাস্ট বোলারই পূরণ করেন নিজেদের ১০ ওভারের কোটা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় তারা। মোহাম্মদ শামীর বলে কোহলির হাতে ধরা পরে বিদায় নেন ডেভিট ওয়ার্নার। ওয়ার্নারকে হারালেও মারকুটে ভূমিকায় ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা।

ট্রাভিস হেডের সঙ্গে উইকেটে নেমে আক্রমণাত্মকভাবেই শুরু করেন মিচেল মার্শ। একটি করে চার ও ছক্কা মেরে রানের গতি বাড়ান দ্রুত। তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। জাসপ্রিত বুমরাহ শিকার হয়ে সাজঘরে ফিরেছেন এই ব্যাটার। এরপর অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরে ভারতের বোলাররা। আরো ভয়ঙ্কর হয়ে উঠেন জাসপ্রিত বুমরাহ। তার স্লোয়ারের ফাঁদে পড়ে বিদায় নেন স্মিথ। এরপর ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। প্রতিরোধ গড়ে দুর্দান্ত এক শতক হাঁকান ট্রাভিস হেড। তাকে সঙ্গ দেন লাবুশানে। তাতেই জয়ের ভিত তৈরি হয় অজিদের। এই প্রতিবেদন লেখার সময় ষষ্ঠবার বিশ্বজয় থেকে এক কদম দূরে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত