যুবসমাজের ফিটনেস চর্চায় নুরুল ইসলাম

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

একজন সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নগরবাসীর শারীরিক ফিটনেস চর্চায় আত্মনিয়োগ রয়েছেন নুরুল ইসলাম খান নাঈম। ২০০৮ সাল থেকে প্রতিবছর মি. ঢাকা শরীরগঠন চ্যাম্পিয়নশিপের আয়োজন করে আসছেন তিনি। বর্তমানে এশিয়ান আন্তর্জাতিক ও জাতীয় শরীরগঠনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা নাঈম ২০১৮ সালে সাউথ এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়শিপে টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এবার নগরবাসীর স্বাস্থ্যসেবা ও শরীরকে ফিট রাখতে স্বল্প খরচে ঢাকার গোপীবাগ, মতিঝিল ও গেন্ডারিয়াতে তৈরি করতে যাচ্ছেন ব্যায়ামাগার। এক দশক ধরে জাতীয় শরীরগঠন বিচারক হিসেবে সুনামের সঙ্গে কাজ করার পর যুব সমাজের নতুনভাবে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে সাউথ পয়েন্ট ফিটনেস ব্যায়ামাগার তৈরি করছেন। সেই সঙ্গে মিস্টার ঢাকা শরীরগঠন ২০২৩ শিগগিরই আয়োজন করতে যাচ্ছেন নুরুল ইসলাম।