ফাইনালে মাঠে ঢুকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ সমর্থকের

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। হাইপ্রোফাইল ম্যাচটি কেন্দ্র করে স্টেডিয়ামজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে ভারত। স্বাগতিকদের শুরুটা ঝড়ো করলেও এরপর দ্রুতই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর হাল ধরেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। এমন টানটান উত্তেজনার মধ্যে ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য। ম্যাচের ১৪তম ওভারের সময় ফিলিস্তিনের স্বাধীনতা ও হামলা বন্ধের দাবিতে বিশ্বকাপের ফাইনালের মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তার মুখে ছিল ফিলিস্তিনের পকাতার তৈরি মাস্ক। গায়ে ছিল সাদা রঙের টি-শার্ট। স্বাধীনতার দাবিতে সেটার পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টান’। আর সামনে লেখা ছিল যুদ্ধ ও হামলা বন্ধের আহ্বান। এ সময় উইকেট থাকা কোহলিকে জড়িয়েও ধরেন সেই দর্শক। পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন। এমন ঘটনায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর তাকে নিরাপত্তা কর্মীরা নিয়ে যায়। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কীভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক তা নিয়ে প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককেই লিখতে দেখা যাচ্ছে, কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে অনুপ্রবেশ ওই সমর্থকের। তবে ফিলিস্তিনপন্থি টিশার্ট ও মুখে মাস্ক দেখে এটা নিশ্চিত যে, বিশ্বকে একটা বার্তা দিতে চেয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মাঠে ঢুকেপড়া ওই দর্শককে এই আহমেদাবাদের চন্দখেদা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ সময় গণমাধ্যমকে ওই সমর্থক নিজের পরিচয় ও মাঠে ঢুকেপড়া নিয়ে জানিয়েছেন, তার নাম জন। তিনি অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছেন। মূলত বিরাট কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে ঢুকে পড়েছিলেন। এ ছাড়া তিনি ফিলিস্তিনি সমর্থক বলেও জানালেন। উল্লেখ্য, ইসরাইলি আগ্রাসনে মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন। লাশের গন্ধে ভারি হয়ে উঠছে বাতাস। বাদ যাচ্ছে না শিশুরাও। এমনকী হামলায় আহতরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে ভারত বিশ্বকাপ চলাকালে মাঠে ফিলিস্তিনি পতাকা বহন করার দায়ে কারাদণ্ড দেয়া হয়েছিল বেশ কয়েকজনকে।