আওয়ামী লীগের মাঝি হতে চান ফুটবলার হিমেল

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বৃহত্তম এবং পুরোনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান কার্যক্রম সম্পন্ন করেছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার, ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সবার পছন্দের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনের (তাড়াইল-করিমগঞ্জ উপজেলা) মনোনয়ন প্রত্যাশী তিনি। এ লক্ষ্যে গত রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রকরেন। গতকাল সোমবার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে মনোনয়ন ফরম জমা দেন হিমেল।

আওয়ামী পরিবারের সন্তান হিমেল বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে আমাদের আসনে মহাজোটের প্রার্থী একজন সিনিয়র নেতা মনোনয়ন পেয়ে আসছেন। গেল ১৫ বছর এখানে নৌকার মাঝি শূন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে মনোনীত করেন এবং আমি নির্বাচিত হলে তারাইল-করিমগঞ্জের মানুষের ভাগ্যোন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। রাতদিন পরিশ্রম করে যাব। প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টা আর দূরদৃষ্টি-বিচক্ষণ নেতৃত্বে আমাদের দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে এখন সুপরিচিত। তবে দেশ যেভাবে উন্নয়ন-উন্নতি করছে আমাদের আসনে নৌকার মাঝি না থাকায় সেভাবে এগুতে পারেনি। আমি মনোনয়ন পেলে তাড়াইল-করিমগঞ্জ উপজেলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করব, এলাকার উন্নয়নে নিজেকে সপে দেব।’