ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি

বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি

বঙ্গবন্ধু অষ্টম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং টুর্নামেন্টে সর্বাধিক পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৪টি ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১০টি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও সাতটি তাম্রসহ মোট ২৩টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেন্সিং দল। অন্য দিকে, একটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও তিনটি তাম্র পদক অর্জনের মাধ্যমে রানার্স-আপ হয় মিরপুর ফেন্সিং ক্লাব। উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. জিয়াউল হাসান।

প্রধান অতিথি ড. আতিয়ার রহমান বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন ও খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। এ সময় তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়া দলের খেলোয়াড়দের প্রসংসা করেন। বিশেষ অতিথি আনসার-ভিডিপির উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. জিয়াউল হাসান বলেন, ‘ক্রীড়াঙ্গনে বাাংলাদেশ আনসার ও ভিডিপি এক অবিস্মরণীয় নাম। এ বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয় অত্যন্ত ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। তিনি বাহিনীর ক্রীড়া দলকে অনন্য উচ্চতায় আসীনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত