ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফের আলোচনায় কারাতে

ফের আলোচনায় কারাতে

সহ-সভাপতি পদে মোস্তাফিজুর রহমানের থাকা না থাকার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদম পাচারের অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর সহ-সভাপতি পদ থেকে মোস্তাফিজুর রহমানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে কারাতে ফেডারেশন। যে অভিযোগ আগেই অস্বীকার করেছেন তিনি, যার প্রেক্ষিতে হাইকোর্টে রিট করেন অভিযুক্ত সহ-সভাপতি। ১৬ অক্টোবর মহামাণ্য হাইকোর্ট ফেডারেশনের ওই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেন। পরে কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যা শৈ হ্লা হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে সিভিল আপিল দায়ের করেন। আপিল বিভাগের চেম্বার জজ শুনানি শেষে ১৫ নভেম্বর বিষয়বস্তুর ওপর দুই পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। গত বুধবার কারাতে ফেডারেশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিমকোর্টের এই স্থিতাবস্থা বজায় রাখার আদেশের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত মোস্তাফিজুর রহমান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না এবং ফেডারেশনও ওই পদে নতুন কাউকে নির্বাচিত করতে পারবে না। উক্ত সিভিল আপিলে বাংলাদেশ কারাতে ফেডারেশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহিন এম. রহমান এবং মোস্তাফিজুর রহমানের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বলেন, ‘ফেডারেশনের পাঠানো বিজ্ঞপ্তিতে মিথ্যাচার করা হয়েছে। এ রকম কোনো আদেশ নেই। এছাড়া ৪ ডিসেম্বর ফের শুনানি রয়েছে। তার আগে এভাবে বিজ্ঞপ্তি প্রচার করতে পারে না ফেডারেশন। এটা অনৈতিক।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত