ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফের পারফরম্যান্স বোনাস পাচ্ছেন মোরসালিনরা

ফের পারফরম্যান্স বোনাস পাচ্ছেন মোরসালিনরা

মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ধরাশয়ী হওয়ার পর ঢাকায় লেবাননের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শক্তিশালী দলটির বিপক্ষে ১ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তারই পুরস্কার পেতে যাচ্ছে জামাল-মোরসালিনরা। এই ম্যাচে জয় কিম্বা ড্রয়ের জন্য আগেই বোনাস দেয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপরেই নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে ঘুরে দাঁড়ায় জামাল ভূঁইয়ার দল। গত মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ মোরসালিনের অবিশ্বাস্য গোলে লেবাননকে রুখে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে গোল পেয়েছে দুই দলই। ম্যাচের ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপরই চমক দেখান দেশের ফুটবলের তরুণ এবং প্রতিভাবান ফুটবলার শেখ মোরসালিন। ৭২ মিনিটে ডি-বক্সের বাইরে থাকা অবিশ্বাস্য এক গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান তিনি। বাংলাদেশের ফুটবলারদের আন্তর্জাতিক অঙ্গনে এমন গোল সচারচর দেখা যায় না। দূরত্ব, গতি, অ্যাকুরেসি সকল ক্যাটাগরিতেই মোরসালিনের গোলটি অসাধারণ এবং অনন্য। এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত এই তরুণ স্ট্রাইকারের গোল। এত দূর থেকে সুন্দরভাবে গোলের দৃশ্য বাংলাদেশের ফুটবলে দেখা যায় কদাচিৎ। মোরসালিন ৯ ম্যাচে চার গোল করে নিজেদের যোগ্যতা ও সার্মথ্যের প্রমাণ দিয়েছেন। শেষ পর্যন্ত মোরসালিনের গোলে শক্তিশালী লেবাননের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। বাফুফে সভাপতি জানান, বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের সব ম্যাচের জন্য বোনাস ঘোষণা করা আছে।

তিনি বলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে কোনো ম্যাচ ড্র করলে দলের প্রত্যেক সদস্যরা পাবেন ৫০ হাজার টাকা করে। আর জিতলে পাবেন ১ লাখ টাকা করে। সে ঘোষণা অনুযায়ী এখন দলের সদস্য সবাইকে ৫০ হাজার টাকা করে বোনাস দেয়া হবে।’ এদিকে, লেবাননের সঙ্গে ড্রয়ের পরই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে একটি হলুদ কার্ড দেখেন বাংলাদেশ দলের মিডফিল্ডার ‘সিনিয়র’ সোহেল রানা। তাতেই কপাল পুড়েছে লাল-সবুজের জার্সিধারীদের। আগামী বছর ফিলিস্তিনের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন না তিনি। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে দুই রাউন্ডের চার ম্যাচে কার্ড নিষেধাজ্ঞার জন্য খেলতে পারেননি তিন ফুটবলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত