ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিলেট টেস্ট দেখতে কত টাকা লাগবে

সিলেট টেস্ট দেখতে কত টাকা লাগবে

দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে ফিরে বিশ্রামে ছিল ক্রিকেটাররা। আবার অনেকে খেলছিলেন লিগে। এর মাঝেই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। আগামী ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২০১৮ সালের পর আবার পাঁচ দিনের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছে সিলেটবাসী। আসন্ন টেস্ট ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকায় পাওয়া যাবে টাইগারদের ম্যাচের টিকিট।

গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিলেট টেস্টের টিকিটের দাম ঘোষণা করেছে বিসিবি। বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেটস্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা। পূর্ব গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউসে বসে খেলা দেখতে হলে গুণতে হবে ৩০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১ হাজার টাকা। বাংলাদেশের প্রথম টেস্টে টিকিট পাওয়া যাবে লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে টেস্ট ম্যাচের টিকিট। এছাড়া ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। প্রথম টেস্টের জন্য সিলেটে অবস্থান করছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার ও শুক্রবার অনুশীলন করেছে উভয় দল। আজ বিশ্রামে থেকে পরের দুই দিন অনুশীলনে ঘাম ঝড়াবে দুদল। আগামী ৬ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত