ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আর্জেন্টিনা ফুটবল প্রধান-কোচ দ্বন্দ্ব প্রকাশ্য

আর্জেন্টিনা ফুটবল প্রধান-কোচ দ্বন্দ্ব প্রকাশ্য

মারাকানায় ব্রাজিল বধের পর রীতিমতো বোমা ফাটিয়েছিলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সরাসরি না বললেও জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন তিনি। এরপর আর্জেন্টাইন গণমাধ্যম জানায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে মতবিরোধ চলছে বিশ্বকাপজয়ী কোচের। যত দিন গড়াচ্ছে সেই মতবিরোধ ততই প্রকাশ্যে আসছে। এই মতবিরোধের কারণে আগামী মাসে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে যাচ্ছেন না স্কালোনি। একই কথা প্রযোজ্য দুই সহকারী কোচ পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলের ক্ষেত্রেও।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তখন থেকে এখন পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে কোনো ধরণের কথা হয়নি তার। সংবাদমাধ্যমটি তাদের অন্য একটি প্রতিবেদনে জানিয়েছে, মূলত তাপিয়ার সঙ্গে রেষারেষিতেই কোচের পদ ছাড়তে চাইছেন স্কালোনি। বর্তমানে সর্বক্ষেত্রে খবরদারি করছেন এএফএ প্রেসিডেন্ট। যে কারণে পরিকল্পনা সাজানো কঠিন হয়ে যায় স্কালোনির। ধারণা করা হচ্ছে নিজেকে লাইমলাইটে আনতে তাদের কাজে হস্তক্ষেপ শুরু করেছেন তাপিয়া। তবে ঝামেলাটা আরও বাড়ে উরুগুয়ে বিপক্ষে ম্যাচ হারার পর। ড্রেসিংরুমে স্কালোনির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তাপিয়া। কোচের কাঁধে সব দায় চাপিয়ে দেয়ার চেষ্টা করেন তিনি। তখন কিছু না সরাসরি কিছু না বললেও ব্রাজিল ম্যাচের পর কোচের চেয়ার ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি। এদিকে আগামী ৭ ডিসেম্বর আগামী কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে স্কালোনি ও তার সহকারীরা যাবেন না বলেই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। যদিও কনমেবল ইভেন্টটি এখনও দুই সপ্তাহ বাকি। এরমধ্যে স্কালোনির সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। কিন্তু তেমন কোনো পরিস্থিতি দেখছেন না বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি। কনমেবলের ড্র অনুষ্ঠানে বাধ্যতামূলক ভিত্তিতে প্রতিটি সদস্য দেশের ফেডারেশনের কোচ এবং নেতাদের উপস্থিত থাকতে হবে। যেমনটা হয়েছিল কাতার ২০২২ বিশ্বকাপেও। তাহলে চ্যাম্পিয়নদের প্রতিনিধিত্ব করবেন কে? প্রফেসর লুইস মার্টিন বর্তমান কোচিং স্টাফের একমাত্র সদস্য অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিবারের সঙ্গে পুজাতোতে অবস্থান করছেন স্কালোনি। জানা গেছে, দেশে কয়েকদিন থাকবেন এবং এরপর রওনা দিবেন স্পেনের উদ্দেশ্যে। সেখানে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত