ঢাকা ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

উশুতে প্রথম নির্বাচিত কমিটি

উশুতে প্রথম নির্বাচিত কমিটি

দেশের ক্রীড়াঙ্গনে উশুর বিচরণ দীর্ঘদিন ধরেই। ২০০৭ সাল থেকে উশুর কার্যক্রম শুরু হয় অ্যাসোসিয়েশনের মাধ্যমে। ২০১৮ সাল পর্যন্ত অ্যাসোসিয়েশনের মাধ্যমেই কার্যক্রম চালিয়ে এসেছিলেন কর্তারা। তবে ওই বছর জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক উশুকে ফেডারেশনে স্বীকৃতি পাওয়ার পর দুলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে অ্যাডহক কমিটি করা হয়। দীর্ঘ পথ পারি দিলেও প্রথমবারের মতো উশুতে নির্বাচন অনুষ্ঠিত হলো। গত ১৬ নভেম্বর ক্রীড়া পরিষদ কর্তৃক ঘোষিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় (নং-জাক্রীপ/নির্বাচন/উশু ফেডা-৩২১৭)। একটি প্যানেল হওয়ায় মো. দুলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট কমিটির সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করে ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন। সিনিয়র সহ-সভাপতি পদে জিয়াউল হক, চার সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন, নুরুল হাসান ফরিদী, শেখ ইফাজ আহমেদ ও আলমগীর শাহ ভূঁইয়া, দুই যুগ্ম সম্পাদক পদে আবদুল্লাহ আল ফয়সাল ও আনোয়ারুল রাসেল, কোষাধ্যক্ষ পদে আবদুল কুদ্দুস এবং সদস্য পদে ১৭ জন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন বলেন, ‘প্রথমবার নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে গেল উশু ফেডারেশন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত