ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট শুরু

ময়মনসিংহে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট শুরু

জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য সুমাইয়া উঠে এসেছেন ময়মনসিংহ থেকে। এতে আগ্রহ জন্মেছে এই বিভাগের অন্য মেয়েদের মধ্যেও। সেই আগ্রহকে কাজে লাগিয়ে জাতীয় দলে খেলোয়াড় সংগ্রহ করতে ভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। ময়মনসিংহ বিভাগের চার জেলার অনূর্ধ্ব-১৫ মেয়েদের নিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে শেখ হাসিনা বিভাগভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিক প্রকৌশলী ফিরোজা করিম নেলী। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত দিনের খেলায় জিতেছে নেত্রকোনা ও ময়মনসিংহ। দিনের প্রথম ম্যাচে নেত্রকোনা অনূর্ধ্ব-১৫ মেয়েরা নাটকীয়ভাবে এক উইকেটে হারিয়েছে জামালপুরের মেয়েদের। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৫ রান করে জামালপুর। জবাবে নয় উইকেট হারিয়ে ১২৬ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নেত্রকোনা। দ্বিতীয় ম্যাচে শেরপুরকে ৪ উইকেটে হারায় ময়মনসিংহ। টস জিতে শেরপুর ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৬ রান করে। জবাবে এক ওভার বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে ১৪৭ রান করে জিতে যায় ময়মনসিংহ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত