নির্বাচন নিয়ে ব্যস্ত সাকিব দলেরও খোঁজ রাখছেন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁ হাতের তর্জনীতে চোট পান তিনি। তখনই বলা হয়েছিল, পুরোপুরি সুস্থ হতে তার প্রায় ছয় সপ্তাহের মতো লেগে যাবে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা হচ্ছে না এই অলরান্ডারের। অবশ্য বেশ কিছুদিন ধরেই মাঠ, খেলা ছাপিয়ে রাজনীতির খবরেই বেশি আসছে সাকিবের নাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুড়া-১ আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। জীবনের নতুন অধ্যায়ের সূচনায় সাকিব এখন ব্যস্ত ভোটের মাঠে। তবে আপাতত ক্রিকেট মাঠে না থাকলেও দলের খবরাখবর ঠিকই রাখছেন তিনি। মুঠোফোনে সিলেটে থাকা দলের খোঁজ নিয়েছেন তিনি, জানিয়েছেন শুভ কামনা। সোমবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, অধিনায়ক সাকিবকে তিনিসহ দলের প্রত্যেক খেলোয়াড় মিস করবেন। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় দলের অধিনায়ক, সেরা ক্রিকেটারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই অনুভব করবে দল। নতুন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সোমবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে সেটাই বললেন, ‘হ্যাঁ সাকিব ভাইকে আমরা অবশ্যই মিস করবো। প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে।’ ভোটের মাঠে সাকিবের পদচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে রোববার থেকেই। তবে জাতীয় দলের খোঁজখবরও রাখছেন। অধিনায়কের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। দলের বাকিদেরও জানিয়েছেন অভিনন্দন। দিয়েছেন পরামর্শ। শান্ত বললেন, ‘দলের ব্যাপারে উনি (সাকিব) গতকালকে ফোন করেছিলেন রাতে। তার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন ভালো করার। বলেছেন, আমরা যেই জিনিসটা পারি ওই জিনিসটাই যেন করি। এই তো এরকমই কথা হয়েছে।’ রাজনীতির মাঠে সাকিবের বিচরণ শুরু হলো। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব যেমন দাপিয়ে বেড়িয়েছেন, রাজনীতির মাঠেও এমন কিছু করবেন বলেই বিশ্বাস জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ৫ বছর আগে সাকিবের মতোই তার রাজনীতির ক্যারিয়ার শুরু হয়েছিল। সাংসদ নির্বাচিত হওয়ার পর নড়াইলের আর্থ-সামাজিক অবস্থান পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের নির্মাণ ও সর্বোপরি জনগনের শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত করে মন জয় করে নিয়েছেন মাশরাফি। তাইতো তাকে আবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। খেলার মাঠ থেকে রাজনীতির বিশাল ক্যানভাস।

সাকিবের যাত্রা খেলার মাঠের মতোই বিশাল হোক এমনটাই চাওয়া মাশরাফির। সাকিবকে শুভকামনা জানিয়ে গত রোববার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেন- ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা। শুভকামনা নেতা।’