সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন কোহলি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হারিয়েছে ভারত। আসরজুড়ে দাপটের সঙ্গে খেললেও রোহিত শর্মার দল পারেনি অজিদের বিপক্ষে জয়ের দেখা পেতে। ফলে রেকর্ড ষষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এর পরই অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে যান বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র তারকারা। তরুণদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাজানো সিরিজে নেতৃত্বে সূর্যকুমার যাদব। তবে এই সিরিজ শেষ হলেই আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটেই লড়াইয়ে নামবে ম্যান ইন ব্লুরা। এ সিরিজেও সাদা বল থেকে নিজেকে গুটিয়ে রাখছে কোহলি, এমনটায় জানায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, প্রোটিয়াদের বিপক্ষে টি- টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলবেন না কোহলি।

তিনি একেবারে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন। তবে কি বিশ্বকাপে হারের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে চাইছেন কিং কোহলি! আগামী বছর কি তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই? এই প্রশ্নগুলোই যেন এখন আরো জোরালো হচ্ছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটকে সংক্ষিপ্ত সংস্করনের এই খেলাকে এড়িয়েই চলছেন কোহলি।