ঢাকা ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র লীগ এমএলএসের সেরা একাদশে নেই মেসি

যুক্তরাষ্ট্র লীগ এমএলএসের সেরা একাদশে নেই মেসি

কাতার বিশ্বকাপ জয়ের মধ্যদিয়ে বিশ্বের সেরা ফুটবলার বনে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে সব ট্রফি ছুঁয়ে দেখেছেন এই ক্ষুদে যাদুকর। স্বপ্নকে পাড়ি দেওয়া মেসি এখন উপভোগ করছেন ফুটবল। ক্যারিয়ারের শেষ বেলায় ইউরোপের ফুটবলকে বিদায় বলে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র ফুটবলে। সেখানেও ইন্টার মিয়ামিকে লিগ কাপের শিরোপা জেতান। তবে মেজর লিগ সকারের সেবে নিজেকে মেলে ধরতে পারেননি। এমএলএসে ছয় ম্যাচে খেলে করেছেন একটি গোল। এমন পারফরম্যান্সের সুবাধে ২০২৩ মৌসুমে মেজর লিগ সকারের সেরা একাদশে জায়গা হয়নি লা পুলগার। এক টুইট বার্তায় বিষয়টি জানায় মেজর লিগ সকার। সেরা একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন লুইস সিটির রোমার বুরকি। এছাড়া ডিফেন্ডার হিসেবে এই তালিকায় রয়েছেন ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান।

অপরদিকে মিডফিল্ডার রয়েছেন লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা ও হ্যানি মুখতার। আর তিন ফরোয়ার্ডের তালিকায় রয়েছেন ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ। এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হন এক আর্জেন্টাইন। তবে সেটা লিওনেল মেসি নয়। এফসি সিনসিনাটির মিডফিল্ডার লুসিয়ানো অ্যাকোস্তা ২০২৩ সালের সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হয়েছেন। গত জুনে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারে ছয় ম্যাচ খেলে মাত্র ১ গোল করেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি। লিগে ১ গোল করলেও মিয়ামি জার্সিতে সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ হওয়া মৌসুমে ১১ গোল করেছেন তিনি। মেজর লিগ সকারের একাদশ : রোমান বুরকি, ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান, লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা, হ্যানি মুখতার, ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত