ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লিগ কমিটি থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন : নতুন দায়িত্বে ইমরুল

লিগ কমিটি থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন : নতুন দায়িত্বে ইমরুল

হঠাৎ করেই এক বছর আগে প্রিমিয়ার লিগ কমিটি পুনর্গঠন করে নিজেই চেয়ারম্যান হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে বেশি দিন স্থায়ী হলো না তার এই পদ, দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন সাবেক তারকা ফুটবলার। তার জায়গায় বাফুফের আরেক সহ-সভাপতি ইমরুল হাসানকে লিগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার মিডিয়ার কাছেই ইমরুলকে পাশে বসিয়ে সালাউদ্দিন নিজেই এই ঘোষণা দেন। দুপুরে বাফুফে ভবনে বাংলাদেশ ও সিঙ্গাপুর নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন ছিল। তারপর আকস্মিকভাবে বাফুফে সভাপতি সালাউদ্দিন সাংবাদিকদের ডাকেন। তাদের উদ্দেশ্যে বাফুফে সভাপতি বলেছেন, ‘এখন থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমাদের সহসভাপতি ইমরুল হাসান পালন করবেন।’

কেন লিগ কমিটির দায়িত্ব ছাড়লেন, সালাউদ্দিনের উত্তর, ‘যখন আমি দায়িত্ব নেই, তখন মনে হয়েছিল কিছু একটা ঠিক নেই। এখন কিন্তু সবকিছু গোছানো। লিগ কমিটি ছাড়াও আমাকে আরও ২৪টি বিষয় দেখাশোনা করতে হয়। সবই গুরুত্বপূর্ণ। আমাদের ইমরুল হাসান এ কাজে ভীষণ যোগ্য, যে কারণে এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।’ বসুন্ধরা কিংসের সভাপতিকে কেন দায়িত্ব দেওয়া হলো? এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, ‘অনেকের মধ্যে সে যোগ্য। তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে বলে আমার বিশ্বাস।’ ইমরুল ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছিলেন। মহানগরী ছেড়ে এখন প্রিমিয়ারের দায়িত্ব নিয়েছেন। নতুন দায়িত্ব নিয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল আন্তর্জাতিকের সঙ্গে ঘরোয়া সূচি আরও সামঞ্জস্যপূর্ণ করার প্রত্যয় রেখে বলেছেন, ‘সভাপতি আমার ওপর আস্থা রেখেছেন। তাকে ধন্যবাদ। খেলাধুলাটা চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করবো আমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে। চেষ্টা করবো লিগটা সঠিক সময়ে শুরু করে তা শেষ করতে। এছাড়া আগামীতে আন্তর্জাতিকের সঙ্গে ঘরোয়া সূচিও ঠিকঠাক রাখার চেষ্টা করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত