পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জের জন্য মুখিয়ে অস্ট্রেলিয়া

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটি খেলতে এরই মধ্যে ক্যাঙ্গারুদের দেশে পৌঁছেছে শান মাসুদের দল। বিশ্বকাপের পর পাকিস্তান দলে বেশ রদবদল এসেছে। যার শুরুটা হচ্ছে অজিদের বিপক্ষে সিরিজ দিয়ে। বাবর আজমের জায়গায় লাল বলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শান মাসুদের হাতে। কোচিং স্টাফে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে মোহাম্মদ হাফিজকে। এদিক থেকে কিছুটা রদবদল হলেও দল হিসেবে খুব একটা পরিবর্তন আসেনি। ঘুরেফিরে আগের ক্রিকেটারই আছেন। টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের নেতৃত্বে যথারীতি দেখা যাবে বাবর আজম, ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিকদের। অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা পাকিস্তানের এই ব্যাটিং লাইনআপের বেশ ভূয়সী প্রশংসা করেছেন।

অস্ট্রেলিয়ায় খেলতে আসা পাকিস্তানের আগের দলগুলোর ব্যাটিং লাইনআপের চেয়ে এবারের স্কোয়াডকে এগিয়ে রাখছেন উসমান খাজা। তিনি বলেন, ‘পাকিস্তান সেরা দলগুলোর একটি। তাদের দারুণ ব্যাটিং লাইনআপ এবং সব সময়ের মতো ফাস্ট বোলাররাও দুর্দান্ত। আগের দলগুলোর দিকে তাকালে, আমার মনে হয়, এবারের পাকিস্তান দলের ব্যাটিং লাইপআপ এখানে (অস্ট্রেলিয়ায়) আসা সবচেয়ে শক্তিশালী। খাজা আরো বলেন, বাবর আজম এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটারদের একজন। ইমাম উল হক এবং আবদুল্লাহ শফিকও অনেক রান করছে। আমি এই দলের বিপক্ষে চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।