ভারত শিগগিরই একটি বিশ্বকাপ জিতবে : রবি শাস্ত্রী

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

গত ওয়ানডে বিশ্বকাপে হট ফেবারিট ছিল ভারত। ঘরের মাঠে খেলা, রোহিত শর্মার দলও ছিল দুর্দান্ত ছন্দে। টানা ১০ ম্যাচ জিতে তারা উঠেছিল ফাইনালে।

কিন্তু একটা খারাপ দিন সব শেষ করে দিলো। অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের ব্যাটিংটা করতে পারল না ভারত। ২৪০ রানে গুটিয়ে গিয়ে শিরোপাস্বপ্ন জলাঞ্জলি দিল ৭ উইকেটের হারে। পুরো টুর্নামেন্টে ভালো খেলে ফাইনালে এমন পরাজয়ে বিধ্বস্ত হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচের পর মোহাম্মদ সিরাজ, বিরাট কোহলি এবং রোহিত শর্মার চোখে দেখা যায় জল। তবে ভারতের সাবেক ক্রিকেটার, জনপ্রিয় ধারাভাষ্যকার ও কোচ রবি শাস্ত্রী মনে করছেন, হতাশ হওয়ার কিছু নেই। ভারত খুব শিগগিরই একটি বিশ্বকাপ জিতবে। হিন্দুস্তান টাইমসকে রবি শাস্ত্রী বলেন, ‘এটি (ফাইনালে হার) হৃদয়বিদারক ছিল। কিন্তু আমাদের অনেক ছেলেরা শিখবে, খেলা এগিয়ে যায় এবং আমি দেখতে পাচ্ছি যে ভারত খুব শিগগিরই একটি বিশ্বকাপ জিতবে। এটি ৫০ ওভারের ক্রিকেটে সহজে নাও হতে পারে কারণ আপনাকে দল পুনর্গঠন করতে হবে। তবে ২০ ওভারের ক্রিকেটে, পরেরটিতে ভারত খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জার হবে। কারণ তারা ভালো ছন্দে রয়েছে। এটি খেলার একটি ছোট ফরম্যাট। আপনার ফোকাস সেদিকে হওয়া উচিত।’ তিনি যোগ করেন, ‘সত্যি বলতে, এটা এখনও বাইরে থেকে কষ্ট দেয় যে আমরা কাপ জিততে পারিনি। কিন্তু আমরা সবচেয়ে শক্তিশালী দল ছিলাম। কোনো কিছুই সহজে আসে না। এমনকি কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকরকেও একটি বিশ্বকাপ জেতার জন্য ছয়টি বিশ্বকাপ অপেক্ষা করতে হয়েছিল। আপনি একটি বিশ্বকাপ সহজেই জিততে পারবেন না। একটি বিশ্বকাপ জিততে হলে আপনাকে সেই বিশেষ দিনটিতে খুব ভালো হতে হবে।’