ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপ মাতানো শামিকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপ মাতানো শামিকে নিয়ে শঙ্কা

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফর করবে ভারত। এই সফরের তিন সংস্করণের ক্রিকেটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সাদা বলের দলে রদবদল হলেও লাল বলের দলে তেমন কোনো বদল করেনি বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে টেস্ট দলে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চায়নি ম্যানেজমেন্ট। অভিজ্ঞ ক্রিকেটাররা প্রায় সবাইকে রাখা হয়েছে। নতুন কয়েকজন ক্রিকেটারকেও সুযোগ দেওয়া হয়েছে। রিশভ পন্ত না থাকায় দলে উইকেটরক্ষক হিসেবে জায়গা হয়েছে ঈশান কিষান ও লোকেশ রাহুলের। শামিকে সাদা বলের ক্রিকেটে না রাখা হলেও লাল বলের ক্রিকেটে দলে রাখা হয়েছে। কিন্তু তার খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বোর্ড জানিয়েছে এখন শামির চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে তবেই খেলতে পারবেন। ভারতীয় গণমাধ্যমে খবর, শামির গোড়ালিতে চোট রয়েছে। এখন মুম্বাইয়ে তার চিকিৎসা চলছে। টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। শিরোপার আক্ষেপ থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সদ্য সমাপ্ত বিশ্বকাপ রাঙিয়েছেন শামি। প্রথমদিকে বেশ কয়েকটি ম্যাচে একাদশেই জায়গা পাননি। পরে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন। আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। শামির ঝুলিতে ২৪ উইকেট। ভারতের বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত