নতুন ফরম্যাটে লিগ!

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হয়েই ৪৮ ঘণ্টার মধ্যে সভা ডাকলেন কিংসের সভাপতি ও বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান। গতকাল শনিবার তার সভাপতিত্বে প্রথম সভায় লিগের ফরম্যাটে খানিকটা পরিবর্তন আনার আভাস দিয়েছেন। সাধারণত ঘরোয়া লিগের ফিকশ্চারে বর্তমান চ্যাম্পিয়ন দল লিগের সর্বনিম্ন দলের সঙ্গে খেলে থাকে। পরবর্তী ম্যাচগুলো এভাবে নিচের সারির দলগুলো সঙ্গে খেলে শীর্ষ দলগুলো। লিগ কমিটির সভা শেষে ইমরুল হাসান বলেন, ‘আমরা এবার লিগের ফিকশ্চার ফরম্যাটে পরিবর্তন আনব। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ফিকশ্চার করা হবে।’ তিনি যোগ করেন, ‘সাধারণ চ্যাম্পিয়ন দল নম্বর দলের সঙ্গে আগে খেলে। এভাবে দেখা যায় যে, শেষের দিকে নিচের দিকের দলগুলোর পরস্পরের সঙ্গে সঙ্গে খেলা বাকি থাকে। এতে একে অন্যকে কিছুটা প্রভাবিত করার চেষ্টা থাকে। এজন্য আমরা এবার র‌্যানডম ফিকশ্চার করার চিন্তা করছি।’ ২২ ডিসেম্বর থেকে লিগ শুরু হওয়ার কথা। পূর্বনির্ধারিত সময়ই ঠিক রয়েছে। গত আসরের মতো শুক্র-শনি লিগের ম্যাচ এবং মঙ্গলবার ফেডারেশন কাপ এই ফরম্যাটই চলবে ঘরোয়া মৌসুম। চলতি মৌসুম জুনের মধ্যে শেষ করার আশাবাদ ব্যক্ত করে ইমরুল হাসান বলেন, ‘আমরা জুনের মধ্যে লিগ শেষ করব। যাতে এএফসিতে যারা খেলে তাদের খেলোয়াড় নিবন্ধনে সুবিধা হয়।’