ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যে কারণে হঠাৎ দুবাই গেলেন সাকিব

যে কারণে হঠাৎ দুবাই গেলেন সাকিব

আগামী মাসেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বচান। যেখানে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়ছেন সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই ব্যস্ত সময় কাটছে তার। এমন ব্যস্ততার মধ্যেও দুই দিনের সংক্ষিপ্ত সফরে দুবাই গেছেন বিশ্বখ্যাত এ অলরাউন্ডা। গতকাল শনিবার সকালে দুবাইতে পৌঁছেছেন তিনি। জানা গেছে, মূলত আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফটোশুটে অংশ নিতে তার এই সংক্ষিপ্ত সফর। যদিও এবারের আসরে দলটির হয়ে মাঠে নামা হচ্ছে না এই অভিজ্ঞ অলরাউন্ডারের। আঙুলের চোটের কারণে এই আসর থেকে আগেই ছিটকে গেছেন সাকিব।

তবে দলটির সঙ্গে আগে থেকে চুক্তিবদ্ধ থাকায় তাদের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে কোনো ম্যাচ খেলতে না পারলেও মাঠে বসে দলকে অনুপ্রেরণা যোগাতে দেখা যাবে সাকিবকে। সঙ্গত কারণে দুই দিন দুবাইতে থাকবেন বাংলাদেশ অধিনায়ক। আগের বার বাংলা টাইগার্সের হয়ে সবগুলো ম্যাচেই খেলেছিলেন সাকিব। সেই আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারও ছিলেন তিনি। তাই এবারের আসরে তার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাচ্ছে দলকে। এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে টাইগার্সরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত