ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইপিএল নিলাম

সাকিব-লিটন নেই সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের

সাকিব-লিটন নেই সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের

ঘনিয়ে আসছে আরো একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। শুরু হতে যাচ্ছে প্লেয়ার ড্রাফট। কিন্তু নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। ব্যস্ততার কারণে আগামী আসরে খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সম্প্রতি রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি। যে কারণে নিউজিল্যান্ড সফরেও নাম নেই এই টাইগার অলরাউন্ডারের। অপরদিকে ব্যর্থতায় ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ মিশন শেষ করেছেন লিটন দাস। একেবারেই ফর্মে নেই এই টাইগার ব্যাটার। যে কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে রাখতে ড্রাফট থেকে নাম তুলে নিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশি এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নিজেদের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দলে ভিড়াবেন কিনা, সেই শঙ্কাও আইপিএল থেকে দূরে সরিয়েছে দুই টাইগার ক্রিকেটারকে। এদিকে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে। তবে এই বাঁ-হাতি পেসার সাকিব-লিটনের মতো আইপিএলের ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেননি। ফলে আগামী আসরের জন্য সর্বোচ্চ ভিত্তিমূল্যের ড্রাফটে নাম রয়েছে এই টাইগার পেসারের। আগামী ২০২৪ সালের আইপিএলে তিনটি ভিত্তিমূল্যে নিলাম ডাকা হবে। ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে নিলাম। এ আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছে ২৫ ক্রিকেটারের নাম। এই ক্যাটাগরিতে থাকা কোনো ক্রিকেটারকে কিনতে হলে কমপক্ষে ২ কোটি রুপি (বাংলাদেশি আড়াই কোটি টাকার বেশি) লাগবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। সর্বোচ্চ ভিত্তিমূল্যে থাকা ২৫ ক্রিকেটারের মধ্যে রয়েছেন ৪ ভারতীয় ক্রিকেটারের নাম। তারা হলেন- হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদব ও কেদার যাদব। এ তালিকায় বাকি ২১ বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে আছেন- বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত