প্যারিস অলিম্পিকের চার ডিসিপ্লিন চূড়ান্ত

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের পরবর্তী আসর আগামী বছর বসছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ওই আসরে বাংলাদেশের চারটি ডিসিপ্লিন চূড়ান্ত হয়েছে। এগুলো হলো- শুটিং, আরচারি, বক্সিং ও গলফ। গতকাল শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এই চার ডিসিপ্লিনে ওয়াইল্ড কার্ড বরাদ্দ চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করবে বিওএ। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ও বিওএ উপমহাসচিব ইন্তেখাবুল হামিদ এ তথ্য জানান। এই চার ডিসিপ্লিনের বাইরে অ্যাথলেটিক্স ও সাঁতারের অংশগ্রহণের সুযোগ থাকছে প্যারিস অলিম্পিক। আন্তর্জাতিক সাঁতার ও অ্যাথলেটিক্স সংস্থা সরাসরি তাদের অধিভুক্ত ফেডারেশনকে কোটা দিয়ে থাকে। বিগত আসরগুলোর ন্যায় এবারও বাংলাদেশ এই দুই ডিসিপ্লিন থেকে অন্তত দুইজন ক্রীড়াবিদ অলিম্পিকে অংশ নিতে পারেন বলা যায়। এছাড়া কয়েকটি ডিসিপ্লিনে অলিম্পিক বাছাই চলছে। সেই সকল খেলাসমূহ থেকে যদি কোনো ক্রীড়াবিদ উত্তীর্ণ হন তিনিও অলিম্পিকে খেলার সুযোগ পাবেন। বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে ওয়াইল্ড কার্ড নিয়েই অলিম্পিকে অংশ নিচ্ছে। এছাড়া সভায় হাংঝু এশিয়াডের প্রত্যেকটি ডিসিপ্লিনের পারফরম্যান্স বিশ্লেষণ করা হয়েছে। এশিয়ান গেমসে ফুটবল দল আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি এ নিয়েও আলোচনা হয়েছে সভায়। হাংজু এশিয়ান গেমসে কারাতে দল একটি ইভেন্টে সঠিক সময়ে উপস্থিত হতে পারেননি। এই বিষয়ে অধিকতর তদন্তের জন্য বিওএ সদস্য এবং ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল নজরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।